ব্যুরো নিউজঃ ইউক্রেনঃ রাশিয়ান প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের নির্দেশে রুশ বাহিনীর ইউক্রেনের ওপর হামলার জেরে ভ্লাদিমির পুতিনের আগ্রাসী নীতি সমোলোচিত হলেও ভ্লাদিমির পুতিন এক পা’ও পিছিয়ে যাননি। পর পর গোলাবর্ষণে ইউক্রেনের একের পর এক শহর ধ্বংস হয়ে গিয়েছে।
কিন্তু রাশিয়া এর মাঝেই যুদ্ধ ও সেনা অভিযান বন্ধ করতে রাজি হয়েছে। তবে মস্কো জানায়, ইউক্রেন রাশিয়ার দেওয়া চারটি শর্ত মেনে নিলে তবেই সেনা অভিযান থামতে পারে। শর্তগুলি হলো-
Sponsored Ads
Display Your Ads Here১) ক্রেমলিনের মুখপাত্র জানান, রাশিয়া বাস্তবে ইউক্রেনে সামরিক অভিযান বন্ধ করতে চায় কিন্তু এর জন্য ইউক্রেনকেও সামরিক অভিযান বন্ধ করতে হবে। সামরিক অভিযান বন্ধের পর কোনোভাবেই যুদ্ধ চালানো হবে না।
২) ইউক্রেনের উচিৎ সংবিধান সংশোধন করা। আর সেই সংশোধিত সংবিধান অনুযায়ী ইউক্রেনে প্রবেশাধিকার নিষিদ্ধ হবে। এছাড়া ক্রিমিয়াকে রাশিয়ান ভূখণ্ডের অংশ হিসেবে ইউক্রেনকে স্বীকৃতি দিতে হবে।
Sponsored Ads
Display Your Ads Here
৩) যুদ্ধ ঘোষণার আগেই ভ্লাদিমির পুতিন ইউক্রেনের বিদ্রোহী প্রদেশ দোনেটস্ক এবং লুগানস্ককে স্বাধীন প্রদেশ হিসেবে ঘোষণা করেছিলেন। ফলে এই দুটি প্রদেশকে স্বাধীন হিসেবে ইউক্রেন স্বীকৃতি দিলে যাবতীয় সমস্যার সমাধান হবে। পাশাপাশি সামরিক অভিযান থেমে যাবে।
Sponsored Ads
Display Your Ads Hereযদিও এখনো পর্যন্ত ইউক্রেনের তরফ থেকে এই বিষয়ে কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।