চয়ন রায়ঃ কলকাতাঃ গতকাল রাতেরবেলা নরেন্দ্রপুর থানার অন্তর্গত গড়িয়া স্টেশন সংলগ্ন নতুনপাড়া এলাকায় সঙ্গিনীকে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করার অভিযোগ উঠেছে লিভ ইন পার্টনারের বিরুদ্ধে। এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় তীব্র চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। আক্রান্তের নাম মিতা গায়েন।
জানা গেছে, মিতা গায়েন ও বাবু দু’জনেই স্বামী-স্ত্রীর পরিচয়ে ভাড়া বাড়িতে থাকত। প্রায় অশান্তি লেগেই থাকত। এদিন রাতেরবেলা দু’জনের মধ্যে প্রবল বচসা হয়। এমনকি মারামারিও হয়। এরপর বাবু ধারালো অস্ত্র দিয়ে মিতার হাতের শিরা কেটে দিলে মিতা নিজের প্রাণ রক্ষার্থে রক্তাক্ত অবস্থায় এক জন প্রতিবেশীর বাড়িতে ছুটে যায়। তারপর তারাই পুলিশের কাছে খবর দেন।
আর তাকে সোনারপুর গ্রামীণ হাসপাতালে ভর্তি করানো হয়। কিন্তু শারীরিক পরিস্থিতির অবনতি হলে বাঙুর হাসপাতালে ভর্তি করা হয়। ইতিমধ্যে পুলিশ প্রতিবেশীদের কাছে জিজ্ঞাসাবাদের মাধ্যমে জানতে পেরেছে, বাবুর এলাকার একাধিক মহিলার সঙ্গে সম্পর্ক ছিল। যা নিয়ে অশান্তি তৈরী হত। আপাতত পুলিশ অভিযুক্ত বাবুর সন্ধানে নানা জায়গায় তল্লাশি শুরু করেছে।