পিঙ্কি পালঃ দক্ষিণ চব্বিশ পরগণাঃ দক্ষিণ চব্বিশ পরগণার মন্দিরবাজার থানা এলাকার দিগবেড়িয়াতে একটি মাঠের জলাভূমি থেকে সন্তান সহ এক মহিলার মৃতদেহ উদ্ধার হয়। এই ঘটনাকে কেন্দ্র করে এলাকা জুড়ে তুমুল উত্তেজনা সৃষ্টি হয়।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, দীর্ঘদিন আগে আজিজ জমাদেরর বিয়ে হয়। এরপর ট্রেনে যাতায়াত করতে করতে পার্শ্ববর্তী এলাকার বাসিন্দা ২৩ বছর বয়সী তুহিনা বিবির সাথে পরিচয় হয়। তারপর ধীরে ধীরে উভয়ের মধ্যে প্রেমের সম্পর্ক তৈরী হওয়ায় আজিজ তুহিনাকে বিয়ে করে। এরপরেই আজিজের দ্বিতীয় পক্ষের একটি সন্তান হয়।
কিন্তু প্রথম থেকেই প্রথম পক্ষের স্ত্রী বাড়িতে স্বামীর দ্বিতীয় বিয়ে নিয়ে সরব হতে থাকেন। এই নিয়ে উভয় পক্ষের স্ত্রীর মধ্যে অশান্তি লেগে থাকত। তাই দীর্ঘ টানাপোড়েনের মধ্যেই তুহিনা সন্তানকে নিয়ে বাপের বাড়িতেই থাকত। মাঝে মধ্যে শ্বশুরবাড়িতে চলে আসত।
অভিযোগ উঠছে যে, সপ্তাহখানেক আগে আজিজ-তুহিনার খুদে সন্তান অসুস্থ হয়ে পড়লে আজিজ খবর পেয়ে তুহিনাকে ডেকে পাঠান। তবে শ্বশুরবাড়িতে আসার পর থেকেই তুহিনা সন্তান সহ নিখোঁজ হয়ে পড়ে। আর গতকাল তুহিনা সহ সন্তানের পচাগলা মৃতদেহ একটি জলাশয় থেকে উদ্ধার হয়।