ব্যুরো নিউজঃ সংযুক্ত আরব আমিরশাহিঃ সমস্ত জল্পনার অবসান কাটিয়ে বিরাট কোহলির পর টি-টোয়েন্টিতে রোহিত শর্মা ভারতের অধিনায়ক হচ্ছেন। খুব শীঘ্রই সরকারীভাবে অধিনায়ক হিসাবে রোহিতের নাম ঘোষণা করা হবে।
সংযুক্ত আরব আমিরশাহিতে আয়োজিত বিশ্বকাপের পরই বিরাট কোহলি টি-টোয়েন্টির অধিনায়কত্ব ছাড়ছেন। ব্যাটিংয়ে মনোসংযোগ করতেই এই সিদ্ধান্ত গ্রহণ করেন। তাই বিরাটের জায়গায় অধিনায়কের পদ লাভ করতে সহ অধিনায়ক রোহিত শর্মাই এগিয়ে ছিলেন।
পাশাপাশি এদিনও অস্ট্রেলিয়ার বিরুদ্ধে অনুশীলন ম্যাচেও বিরাটের পরিবর্তে ভারতের অধিনায়ক পদে রোহিতকে দেখা গেছে। বিরাটের উপস্থিতিতেই রোহিত দলের অধিনায়কত্ব করেছেন। চমকপ্রদভাবে রোহিত অধিনায়ক হয়ে অজিদের বিরুদ্ধে বিরাটকে বলও করিয়েছেন।
আজ বোর্ডের তরফ থেকে জানানো হয় যে, বোর্ড রোহিতকেই অধিনায়ক হিসাবে বেছে নিতে চলেছে। অর্থাৎ সব মিলিয়ে বিশ্বকাপের পরই ভারতীয় দলের টিম ম্যানেজমেন্টে এক পরিবর্তন আসতে চলেছে। যেখানে কোচ রবি শাস্ত্রীও সরে যাচ্ছেন। এছাড়াও কোচিং স্টাফের একাধিক সদস্যও পরিবর্তন হচ্ছেন।
প্রসঙ্গত উল্লেখ্য যে, রোহিত অধিনায়ক হিসাবে চূড়ান্ত সফল। মুম্বই ইন্ডিয়ান্স রোহিতের অধিনায়কত্বে চার বার আইপিএল জিতেছে। অধিনায়ক হিসাবে এশিয়া কাপের মতো ট্রফিও জিতেছেন। তাই আগামী দিনে ভারতীয় দলের অধিনায়ক হিসাবে রোহিত কতটা সুনাম অর্জন করবেন এখন সেটা শুধুই সময়ের অপেক্ষা।