অজানা রোগের আতঙ্কে ত্রস্ত এলাকাবাসী
নিজস্ব সংবাদদাতাঃ গঙ্গারামপুরঃ দক্ষিণ দিনাজপুরের গঙ্গারামপুর ব্লকের জাহাঙ্গীরপুর গ্রাম পঞ্চায়েতের আদিবাসী অধ্যুষিত রাঙ্গামাটি গ্রামে অজানা রোগে মৃত্যু হয়েছে ৩ জনের। আর অসুস্থ হয়েছে আরো ২০ জন। গত সোমবার অর্থাৎ ২৮ শে জুন থেকে এই অবধি জনের মৃত্যু হয়েছে। ৮ দিনে মোট তিন জনের মৃত্যুতে এলাকায় শোকের আবহ তৈরী হয়েছে।
এলাকা সূত্রে জানা গেছে, গত সোমবারে অর্থাৎ ২৮ শে জুন এলাকারই একজন গৃহবধূ বোদির মুর্মু মাথা ব্যথা ও পাতলা পায়খানার উপসর্গ দিয়ে গঙ্গারামপুর হাসপাতালে ভর্তি হন। এরপর ভর্তি হবার কয়েক ঘণ্টা পরেই মৃত্যু হয়। তারপর থেকেই ধীরে ধীরে এলাকার বেশ কয়েকজনের একই উপসর্গ লক্ষ্য করা যায়।
এই ঘটনার পর আবারও সোমবার অর্থাৎ ৭ ই জুলাই এলাকার ১৭ বছরের তরুণ বাপ্পা মুর্মু একই উপসর্গ নিয়ে অসুস্থ হয়ে পড়লে গঙ্গারামপুরে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করে। বাপ্পা মুর্মুর মৃত্যুর ঘটনার পরের দিন মঙ্গলবার এলাকার বাসিন্দা বিশ্বনাথ হাজরা নামে আরো এক যুবকের মৃত্যু হয়।
এই ঘটনার কথা ব্লক প্রশাসন ও পঞ্চায়েত স্তরে জানাজানি হতেই ব্লক স্বাস্থ্যদপ্তর এলাকায় পৌঁছায়। ব্লক স্বাস্থ্যদপ্তর ওই এলাকা স্যানিটাইজার করার পাশাপাশি এলাকাতে থাকা ডিপ টিউওয়েল এবং পুকুরের জলে সব রকম কাজ করতে বারণ করে দেয়।