নিজস্ব সংবাদদাতাঃ পুরুলিয়াঃ আবারও আজ পুরুলিয়ার বলরামপুর-বরাবাজার রাজ্য সড়কের ধারে গাছ, মাইলস্টোন ও বৈদ্যুতিক খুঁটিতে মাওবাদী নামাঙ্কিত পোস্টার উদ্ধারকে কেন্দ্র করে ব্যাপক শোরগোল শুরু হয়েছে। পোস্টারগুলিতে লেখা আছে, ‘কিষাণজির মৃত্যুর বদলা চাই।’ আবার কোনো পোস্টারে তৃণমূল নেতাদের হুমকি দেওয়া হয়েছে।
![- Sponsored -](https://indianprimetime.in/wp-content/uploads/2021/02/advertisehere.png)
- Sponsored -
![- Sponsored -](https://indianprimetime.in/wp-content/uploads/2024/07/6192024134344.jpg)
- Sponsored -
![]()
এছাড়া হিংসা চালানোর হুমকির পাশাপাশি হোমগার্ডের চাকরী দেওয়া নিয়ে অভিযোগ করেও পোস্টার দেওয়া হয়েছে। এর সাথে সাথে আগামী ১১ ই সেপ্টেম্বর বন্ধের আহ্বানও জানানো হয়েছে। পরে পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে এসে ওই পোস্টারগুলিকে উদ্ধার করেন।
তবে পুলিশকর্তাদের দাবী, ‘এগুলি সব ভুয়ো পোস্টার। এগুলি কিছু বদমাইশ লোকজন করছে। মাওবাদী বলে এখানে কিছু নেই। এর তদন্ত করে মামলা রুজু করা হবে।’