নিজস্ব সংবাদদাতাঃ নয়া দিল্লিঃ যমুনা নদীর জল ক্রমশ বাড়তে থাকায় নদীর জলস্তর ফুঁসছে। আর ইতিমধ্যেই যমুনার জল বিপদসীমা পার করেছে। এর জেরে নীচু এলাকা থেকে বাসিন্দাদের অন্যত্র সরানোর কাজ শুরু হয়েছে।
সূত্রের ভিত্তিতে জানা গেছে, চলতি বছরে এই প্রথম যমুনা নদীর জলস্তর ২০৬.১১ মিটার হয়েছে। তবে নদীর জল বিপদসীমা পার করতেই প্রশাসন তৎপর হয়েছে। তাই নীচু এলাকায় বসবাসকারী বাসিন্দাদের নিরাপদ স্থানে অর্থাৎ সরকারী বিদ্যালয় ও অস্থায়ী শিবিরের রাখা হয়েছে।
Sponsored Ads
Display Your Ads Here
নদীর জলস্তর আরো বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। এই ব্যাপারে এলাকার বাসিন্দাদের সতর্ক করা হয়েছে। এর আগে গত ১২ ই আগস্ট যমুনা নদীর জলস্তর বিপদসীমা পার করেছে। ওই সময় প্রায় নদী তীরবর্তী নীচু এলাকা থেকে প্রায় সাত হাজার মানুষকে সরানো হয়েছিল।
Sponsored Ads
Display Your Ads Here
প্রসঙ্গত, একটানা চার দিন রাজধানীতে বৃষ্টি হওয়ার প্রভাবেই এই পরিস্থিতি তৈরী হয়েছে। এর পাশাপাশি ব্যারাজ থেকেও রীতিমতো জল ছাড়া হচ্ছে।
Sponsored Ads
Display Your Ads Here