নিজস্ব সংবাদদাতাঃ হুগলীঃ প্রেমে প্রত্যাখ্যাত হওয়ায় গলায় দড়ি দিয়ে আত্মঘাতী হুগলীর কলিজিয়েট স্কুলের একাদশ শ্রেণীর এক ছাত্র। চাঞ্চল্যকর এই ঘটনাটি হুগলীর চুঁচুড়ার নবাববাগান এলাকায় ঘটেছে। মৃত ১৭ বছর বয়সী জিৎ হালদার।
ছাত্রের পরিবারের তরফ থেকে অভিযোগ উঠছে যে, প্রায় দু’বছর থেকে জিৎ এর চুঁচুড়ার কদমতলার বাসিন্দা এক ছাত্রীর সাথে সম্পর্ক ছিল। গৃহশিক্ষকের কাছে পড়তে গিয়ে দু’জনের মধ্যে সম্পর্ক তৈরী হয়।
কিন্তু চলতি বছর সরস্বতী পুজোর সময় ওই ছাত্রী জিৎ এর ফোনে একটি ছবি পাঠায়। যেখানে তাকে আরেকটি ছেলের সাথে দেখা যায়। আর লিখে পাঠায় যে, ‘তোর থেকে ভাল ছেলে পেয়েছি।’ যা দেখার পরই জিৎ মানসিক ভাবে ভেঙে পড়ে।
জিৎ বাবার সাথেই ঘুমাতো। তবে গতকাল রাতেরবেলা ঘর থেকে বার হয়ে বাইরে থেকে দরজা আটকে দিয়েছিল। এরপর সকালবেলা ওর উঠে দরজা খুলতে না পেরে জানালা খুলে দেখতে পায় জিৎ বারান্দায় ঝুলছে।’’
কিশোরীর বাবা এই বিষয়ে জানান, ‘‘মেয়ের সাথে প্রেমের সম্পর্কের কথা জানা ছিল না। আজ হঠাৎ বাড়িতে চড়াও হয়ে ভাঙচুর শুরু করে। এমনকি পরিবারের সদস্যদেরও মারধর করা হয়।’’
আপাতত পুলিশ ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি আয়ত্তে আনেন। এছাড়া মৃতদেহ উদ্ধার করে হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে। এর পাশাপাশি এই ঘটনায় একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে তদন্তও শুরু হয়েছে।