নিজস্ব সংবাদদাতাঃ রাজস্থানঃ উত্তরাখণ্ডের পর আরও এক রাজ্যে বাধ্যতামূলক করা হল লিভ ইন সম্পর্কের ক্ষেত্রে রেজিস্ট্রেশন। উত্তরাখণ্ডে অভিন্ন দেওয়ানি বিধি কার্যকর হয়েছে, তাতেই বলা হয়েছে লিভ ইন সম্পর্কে রেজিস্ট্রেশন করাতে হবে। এবার রাজস্থান হাইকোর্টও এই নির্দেশ দিল। বলা হয়েছে, যারা লিভ ইন সম্পর্কে থাকছেন, তাদের বাধ্যতামূলকভাবে রেজিস্ট্রেশন করতেই হবে। রাজ্য সরকারকেও নির্দেশ দেওয়া হয়েছে সরকারি একটি পোর্টাল তৈরি করতে, যেখানে এই রেজিস্ট্রেশন করবেন লিভ ইন সম্পর্কে থাকা যুগলরা।
রাজস্থান হাইকোর্টে একাধিক আবেদন জমা পড়েছিল লিভ ইন সম্পর্কে থাকা যুগলদের। পরিবারের সম্মতি না থাকায় তারা আদালতের কাছ থেকে সুরক্ষার আর্জি জানিয়েছিলেন। বিচারপতি অনুপ কুমার ধান্দের সিঙ্গল বেঞ্চের পর্যবেক্ষণে বলা হয়, যতক্ষণ পর্যন্ত কোনও আইন চালু না হচ্ছে, লিভ ইন সম্পর্কে থাকা যুগলদের কর্তৃপক্ষের অধীনে রেজিস্টার হতে হবে।
Sponsored Ads
Display Your Ads Here
কী কী শর্ত থাকবে লিভ ইন সম্পর্কে, তাও জানিয়েছে হাইকোর্ট। বলা হয়েছে, লিভ ইন সম্পর্কে থাকতে চুক্তিপত্র লাগবে। লিভ ইন সম্পর্কে থেকে পরিবার পরিকল্পনা করছেন কি না, সন্তানের জন্ম হলে তার শিক্ষা, স্বাস্থ্যের যাবতীয় পরিকল্পনা উল্লেখ করতে হবে চুক্তিতে। লিভ ইন সম্পর্ক থাকা মহিলা যদি চাকুরিরতা না হন বা নিজের উপার্জন না থাকে, তবে সঙ্গীর কী কী দায়িত্ব থাকবে, তাও উল্লেখ করতে হবে চুক্তিতে। যতক্ষণ পর্যন্ত লিভ ইন সম্পর্ক নিয়ে কোনও আইন তৈরি না হচ্ছে, ততক্ষণ এই বিষয়টি দেখবে কর্তৃপক্ষই।
Sponsored Ads
Display Your Ads Here
জেলাস্তরে সম্পর্কের রেজিস্ট্রেশন হবে। যুগল যদি পরবর্তীকালে কোনও সমস্যায় পড়েন, তার অভিযোগ শুনবে কর্তৃপক্ষ। রাজস্থান হাইকোর্টের বিচারপতি নির্দেশে উল্লেখ করেছেন, এখনও সমাজ লিভ ইন সম্পর্ককে অনুমোদন দেয় না। হিন্দু বিবাহ আইনে লিভ ইন সম্পর্কের কোনও উল্লেখ নেই। মুসলিম আইনেও এই সম্পর্ক স্বীকৃতি পায় না। কিন্তু এর আগে একাধিক মামলায় সুপ্রিম কোর্ট জানিয়েছে লিভ ইন সম্পর্ক অবৈধ নয়। এটি সম্পূর্ণ ব্যক্তিগত সিদ্ধান্ত।
Sponsored Ads
Display Your Ads Here