মিনাক্ষী দাসঃ উত্তর চব্বিশ পরগণাঃ মধ্যগ্রামের পর এবার উত্তর চব্বিশ পরগণার দত্তপুকুর থানা এলাকার বনবনিয়ায় নকল জলের কারখানার সন্ধান পাওয়া গেলো। আজ হঠাৎ করে জেলা এনফোর্সমেন্ট ব্রাঞ্চের আধিকারিকরা ওই কারখানায় হানা দিয়ে একজনকে গ্রেপ্তার করে।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, ওই কারখানায় নামী সংস্থার লেবেল লাগিয়ে জল বিক্রি করা হতো। গোপন সূত্রে খবর পেয়ে এনফোর্সমেন্ট ব্রাঞ্চের আধিকারিকদের পক্ষ থেকে কারখানায় অভিযান চালিয়ে কারখানা থেকে প্রচুর জলের জার, নামী সংস্থার লেবেল সহ জল ফিল্টার করার যন্ত্র উদ্ধার করে সেগুলো সব বাজেয়াপ্ত করা হয়েছে। এর পাশাপাশি কারখানা থেকে এক জনকে গ্রেপ্তার করেছে।
Sponsored Ads
Display Your Ads Here
প্রসঙ্গত উল্লেখ্য যে, দিন কয়েক আগেই এনফোর্সমেন্ট ব্রাঞ্চের আধিকারিকদের তরফ থেকে মধ্যমগ্রামের বসুনগরে নকল জলের কারখানার সন্ধান পেয়ে সেখানে অভিযান চালিয়ে কারখানাটি বন্ধ করে দেওয়া হয়েছে।
Sponsored Ads
Display Your Ads Here