নিজস্ব সংবাদদাতাঃ মেদিনীপুরঃ পশ্চিম মেদিনীপুরের সবং থানা এলাকায় দুই নাবালিকা ছাত্রীকে ধর্ষণের অভিযোগ উঠলো প্রতিবেশী এক জন বৃদ্ধের বিরুদ্ধে। অভিযুক্ত হলেন ৬০ বছর বয়সী গৌরাঙ্গ প্রধান।
স্থানীয় সূত্রে খবর, দুই নাবালিকার মধ্যে এক জন ৯ বছর বয়সী চতুর্থ শ্রেণীর ছাত্রী। আর অন্য জন ১১ বছর বয়সী ষষ্ঠ শ্রেণীর ছাত্রী। অভিযোগ উঠছে যে, গতকাল রাতেরবেলা টিউশন থেকে বাড়ি ফেরার পথে ওই বৃদ্ধ তাদের টাকার লোভ দেখিয়ে ফাঁকা মাঠে নিয়ে ধর্ষণ করেন। আর এই ঘটনার কথা ফাঁস করলে নাবালিকাদের বাবাকে মেরে ফেলার হুমকি দেওয়া হয়।
![- Sponsored -](https://indianprimetime.in/wp-content/uploads/2021/02/advertisehere.png)
- Sponsored -
পরিবার সূত্রে জানা গেছে, দুই নাবালিকা বাড়ি ফিরে পুরো ঘটনাটি জানালে পরিবারের সদস্যরা সবং থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। আজ পুলিশ অভিযোগের ভিত্তিতে অভিযুক্তকে গ্রেফতার করে পকসো ধারায় মামলা রুজু করেন। পাশাপাশি অভিযুক্ত বৃদ্ধকে মেদিনীপুর আদালতে তোলা হলে বিচারক তিন দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েছেন।