Reading Mode

চয়ন রায়ঃ বীরভূমঃ সমগ্র বীরভূম জেলার সেরা স্বাস্থ্য প্রতিষ্ঠানকেন্দ্র হিসেবে রামকৃষ্ণ মেডিকেল সেন্টার অন্যতম জায়গা করে নিয়েছে। ১১৪ টি বেড সম্পন্ন এই হাসপাতালে পেশেন্টদের জন্য উন্নত ইনফাস্ট্রাকচার যুক্ত OT, HDU, ICU সহ Dialysis Unit আছে।

রাত-দিন পরিষেবা যুক্ত এই হাসপাতালে অভিজ্ঞ চিকিৎসকদের তত্ত্বাবধানে চিকিৎসা করা হয়। এখানে Gynecology, Nephrology, Neurology, Urology, General Surgery, Laparoscopic Surgery এর পাশাপাশি যাবতীয় ট্রিটমেন্ট করা হয়।

https://www.youtube.com/watch?v=-ZGtkzMEQyk

এই প্রতিষ্ঠানের তরফ থেকে দুস্থ ও দারিদ্র্যসীমার নীচে থাকা মানুষদের জন্য রাজ্য সরকারের অনুমোদিত স্বাস্থ্যসাথী কার্ডের মাধ্যমে চিকিৎসা পরিষেবা দেওয়া হয়। আগামী দিনে এই প্রতিষ্ঠান বেড সংখ্যা বাড়ানোর পাশাপাশি Cath lab এবং In Vitro Fertility department-ও খুলতে চলেছে।