অনুপ চট্টোপাধ্যায়ঃ কলকাতাঃ দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগরে নিম্নচাপ তৈরী হয়েছে। যা ক্রমে পশ্চিম ও উত্তর-পশ্চিম দিকে এগোচ্ছে। আজ এই নিম্নচাপ গভীর নিম্নচাপে পরিণত হয়েছে। যা ‘মিগজাউম’ ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে। এর প্রভাবে আগামী সপ্তাহে কলকাতা সহ দশটি জেলায় হালকা থেকে মাঝারী বৃষ্টি হতে পারে।
আবহাওয়া দপ্তর সূত্রে জানা যাচ্ছে, এদিন সকালবেলা ৮টা ৩০ মিনিটে মিগজাউম পুদুচেরী থেকে ৪৪০ কিলোমিটার পূর্ব এবং দক্ষিণ-পূর্বে, চেন্নাই থেকে ৪৫০ কিলোমিটার পূর্ব ও দক্ষিণ-পূর্বে, নেল্লোর থেকে ৫৮০ কিলোমিটার দক্ষিণ এবং দক্ষিণ-পূর্বে, বাপাতলার ৬৭০ কিলোমিটার দক্ষিণ ও দক্ষিণ-পূর্বে, মাছিলিপতনমের ৬৭০ কিলোমিটার দক্ষিণ এবং দক্ষিণ-পশ্চিমে ছিল। আর এখন পশ্চিম ও উত্তর-পশ্চিম দিকে এগোচ্ছে।
৪ঠা ডিসেম্বর আগামী সোমবার দুপুরবেলা দক্ষিণ অন্ধ্রপ্রদেশ এবং উত্তর তামিলনাড়ু সংলগ্ন বঙ্গোপসাগরের পশ্চিম-মধ্যভাগে পৌঁছাবে। এরপর উত্তর দিকে এগোতে থাকবে। আর ৫ই ডিসেম্বর অর্থাৎ মঙ্গলবার দুপুরবেলা নাগাদ নেল্লোর ও মাছিলিপত্তনমের মাঝখান দিয়ে দক্ষিণ অন্ধ্রপ্রবেশে আছড়ে পড়বে।
তারপর এই ঘূর্ণিঝড় স্থলভূমিতে আছড়ে পড়ার সময় প্রতি ঘণ্টায় ৮০ কিলোমিটার থেকে ৯০ কিলোমিটার গতিবেগ থাকবে। যার প্রভাবে বুধবার এবং বৃহস্পতিবার নদীয়া, হাওড়া, হুগলী, কলকাতা, ঝাড়গ্রাম, পূর্ব বর্ধমান, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, উত্তর চব্বিশ পরগণা ও দক্ষিণ চব্বিশ পরগণায় হালকা বৃষ্টি হতে পারে।