চয়ন রায়ঃ কলকাতাঃ আগামী সাত দিন ধরে দক্ষিণবঙ্গে টানা বৃষ্টি চলবে। আলিপুর আবহাওয়া দপ্তরের তরফে জানানো হয়েছে, “বঙ্গোপসাগরের নিম্নচাপ, উপকূল গাঙ্গেয় পশ্চিমবঙ্গের উপর অবস্থান করায় পশ্চিম ও উত্তর-পশ্চিম দিকে এগোবে। আগামী দু’দিনে খুব ধীরগতিতে এটি উত্তর ওড়িশা এবং ঝাড়খণ্ডের দিকে চলে যাবে। আর নিম্নচাপ অঞ্চলের উপর দিয়ে মৌসুমী অক্ষরেখা গিয়েছে। দক্ষিণ-পশ্চিম উত্তরপ্রদেশ থেকে নিম্নচাপ অঞ্চল ও সংলগ্ন ঘূর্ণাবর্ত অবধি একটি অক্ষরেখা বিস্তৃত রয়েছে। এগুলির প্রভাবেই রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস রয়েছে।
আগামী সাত দিন দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আজ এবং আগামীকাল দিনভর বজ্রবিদ্যুৎ সহ হালকা-মাঝারী বৃষ্টি হবে। সাথে ত্রিশ কিলোমিটার থেকে চল্লিশ কিলোমিটার হালকা ঝোড়ো হাওয়া থাকবে। উপকূল ও পশ্চিমের জেলায় বৃষ্টি বেশী হবে। এছাড়া বাঁকুড়া, ঝাড়গ্রাম, পুরুলিয়া, পূর্ব বর্ধমান, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর এবং দক্ষিণ চব্বিশ পরগণায় বৃষ্টি বেশী হওয়ার আশঙ্কা রয়েছা। বুধবার ও বৃহস্পতিবার বৃষ্টির প্রভাব কমবে। তবে শুক্রবার থেকে ফের নদীয়া, উত্তর চব্বিশ পরগণা এবং দক্ষিণ চব্বিশ পরগণাতে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
আর শনিবার নদীয়া, বীরভূম ও মুর্শিদাবাদে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। অন্যদিকে, উত্তরবঙ্গের উপরের দিকেও পাঁচ জেলাতে বৃষ্টি চলবে। আজ সোমবার থেকে বুধবার পর্যন্ত বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি চলবে। এমনকি সব জেলাতেই বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারী বৃষ্টি হবে। সেই সাথে ত্রিশ কিলোমিটার থেকে চল্লিশ কিলোমিটার গতি বেগে দমকা ঝোড়ো বাতাস বইতে পারে। পাশাপাশি মৎস্যজীবীদের জন্য সতর্কতা জারি করা হয়েছে। বুধবার অবধি বাংলা এবং ওড়িশা উপকূলের মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে।
Sponsored Ads
Display Your Ads Here