অনুপ চট্টোপাধ্যায়ঃ কলকাতাঃ আগেই আলিপুর আবহাওয়া দপ্তর পূর্বাভাস দিয়েছিল যে, আগামী ১৩ই আগস্ট বঙ্গোপাসাগরে নিম্নচাপ তৈরী হবে। ফলে আজ সারাদিন বৃষ্টি হবে বলেই জানানো হয়েছে।
আলিপুর আবহাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী, উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে নিম্নচাপ তৈরী হয়েছে। এরপর তা শক্তি বাড়িয়ে সুস্পষ্ট নিম্নচাপে পরিণত হবে। আর আগামী দু’দিনের মধ্যে উত্তর অন্ধ্রপ্রদেশ ও দক্ষিণ ওড়িশা উপকূলের স্থলভাগে প্রবেশ করবে। এর সরাসরি প্রভাব বাংলায় না পড়লেও বাংলায় প্রচুর জলীয় বাষ্প ঢুকবে। যার জেরেই আগামী কয়েকদিন বৃষ্টি হবে।
আজ কলকাতায় মূলত মেঘলা আকাশ। বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টির সম্ভাবনা আছে। আগামী ২৪ ঘণ্টায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা বেশী থাকবে। প্রধানত দক্ষিণবঙ্গের উপকূল এবং পশ্চিমের জেলায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ঝাড়গ্রাম, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, উত্তর চব্বিশ পরগণা ও দক্ষিণ চব্বিশ পরগণার কিছু অংশে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা তৈরী হয়েছে।
Sponsored Ads
Display Your Ads Here
এরপর আগামী কয়েকদিন বিক্ষিপ্ত ভাবে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেশী থাকবে। বৃষ্টি না হলে আর্দ্রতাজনিত অস্বস্তি বজায় থাকবে। শনিবার থেকে পরিমাণ এবং ব্যাপকতা অনেকটা কমবে। কিন্তু বেশ কয়েকটি জেলায় বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে।
নদীয়া, বীরভূম ও মুর্শিদাবাদে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। রবিবার এবং সোমবার বৃষ্টির পরিমাণ আরো কমবে। দক্ষিণবঙ্গে বৃষ্টির পরিমাণ কম থাকলেও উত্তরবঙ্গে প্রবল বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। বৃহস্পতিবার দার্জিলিং, কালিম্পং, কোচবিহার, জলপাইগুড়ি ও আলিপুরদুয়ারে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি হবে। মালদা, উত্তর দিনাজপুর এবং দক্ষিণ দিনাজপুরে হালকা-মাঝারী বৃষ্টি হবে।
Sponsored Ads
Display Your Ads Here
শুক্রবার ও শনিবার বৃষ্টির পরিমাণ অনেকটা কমবে উত্তরবঙ্গে। তবে বজ্রবিদ্যুৎসহ বিক্ষিপ্ত বৃষ্টি দু এক জায়গায় হতে পারে। রবিবার ও সোমবার বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা। ভারী বৃষ্টি হতে পারে দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি আলিপুরদুয়ার কোচবিহার জেলাতে। ইতিমধ্যে দার্জিলিং কালিম্পং এর পার্বত্য এলাকায় ধস নামার আশঙ্কা। সিকিমেও ধসের আশঙ্কা। নিচু এলাকা প্লাবিত হওয়ার সম্ভাবনা। রয়েছে।