অনুপ চট্টোপাধ্যায়ঃ কলকাতাঃ এবার রেল কর্তৃপক্ষ বালি ও দক্ষিণেশ্বরের মধ্যে সংযোগকারী বালি ব্রিজ বা নিবেদিতা সেতুর রেললাইনের মেরামতির কাজে হাত দিল। ফলে হুগলী নদীর উপরে গুরুত্বপূর্ণ এই সেতুর ট্রেন চলাচলের অংশের স্ট্রিঙ্গার বদলের কাজ শুরু হয়েছে। তাই সেতুতে ট্রেনের গতি নিয়ন্ত্রণ করা হচ্ছে।
আপাতত কিছু সতর্কতা অবলম্বন করে ঘণ্টায় কুড়ি কিলোমিটার গতিতে ট্রেন চলাচল করছে। রাত ১০টা থেকে সকাল ৬টা অবধি মোটামুটি ভাবে কাজ করা হচ্ছে। এই লাইনের উপর দিয়ে দার্জিলিং মেল, পদাতিক এক্সপ্রেস, শিয়ালদহ রাজধানী সহ বহু গুরুত্বপূর্ণ ট্রেন চলাচল করে। শিয়ালদহের ডিভিশনাল রেলওয়ে ম্যানেজার দীপক নিগম সেতুর কাজ দেখেছেন। মূলত নিবেদিতা সেতুতে ট্রেনের সর্বোচ্চ গতি ঘণ্টায় নব্বই কিলোমিটার থাকে।
Sponsored Ads
Display Your Ads Here
প্রায় ৮৮০ মিটার দীর্ঘ ওই সেতুতে ইস্পাতের ন’টি স্প্যান রয়েছে। সেতুর উপরে পাশাপাশি দু’টি রেললাইন রয়েছে। শিয়ালদহ ডিভিশনের জনসংযোগ আধিকারিক একলব্য চক্রবর্তী জানান, ‘‘রেললাইন সেতুর যে পাতের উপরে বসানো হয়, তাকেই স্ট্রিঙ্গার বলে। রেললাইন দৃঢ় ভাবে ধরে রাখা ছাড়াও এই পাত সেতুতে ট্রেন চলাচলের ভার একাধিক গার্ডারের উপরে সমান ভাবে ছড়িয়ে দিতে সাহায্য করে। আর এই অংশেরই কাজ করা হচ্ছে। আগামী কিছুদিনেই এই কাজ শেষ হয়ে যাবে। এরপর পূর্ণ গতিতে রেল চলাচল করতে পারবে।’’
Sponsored Ads
Display Your Ads Here