নিজস্ব সংবাদদাতাঃ শিলিগুড়িঃ বেশ কয়েকদিন ধরে শিলিগুড়িতে কখনো বিরিয়ানির প্যাকেটে পোকা, কখনো বা অস্বাস্থ্যকর পরিবেশে খাওয়ার তৈরীর অভিযোগ উঠছিল। শেষ অবধি পৌরনিগম নড়েচড়ে বসে। পুলিশ, পৌরসভা, ক্রেতা-সুরক্ষা দপ্তরের লোকজন থেকে দমকল সহ একাধিক দপ্তরের প্রতিনিধি দল একাধিক এলাকায় বিভিন্ন হোটেল, রেস্তোরাঁ ও স্টলে অভিযান চালান।
সূত্রের খবর, শিলিগুড়িতে সরকারী কর্মীদের বাঘাযতীন পার্কের একটি রেস্তোরাঁয় হানা দিতেই চক্ষু চড়কগাছে ওঠে। দেখা যায়, কোথাও শৌচালয়ের কমোডের পাশে বিরিয়ানি এবং মাংস রাখা হয়েছে। তো কোথাও আবার আবর্জনাযুক্ত অস্বাস্থ্যকর পরিবেশে বিরিয়ানী তৈরী হচ্ছে। কিন্তু বিক্রির সময় তা ক্রেতাদের হাতে একেবারে সুন্দর মোড়কে মুড়ে দেওয়া হচ্ছে। ইতিমধ্যেই একাধিক দোকান ও রেস্তোরাঁর বিরুদ্ধে পুরনিগমের তরফে পদক্ষেপ গ্রহণ শুরু হয়েছে।
তবে বাঘাযতীন পার্কের যে রেস্তোরাঁয় শৌচাগারের পাশে বিরিয়ানি রাখার অভিযোগ উঠেছিল তারা যদিও কোনো কথাই মানতে নারাজ। তাদের কথায়, “সরকারী লোকজন আসছে দেখেই বাসি বিরিয়ানী শৌচালয়ে লুকিয়ে রাখা হয়েছে।” যদিও এদিন মেয়র গৌতম দেব জানান, “এসব মানা হবে না। রোজ এই অভিযান চালানো হবে।”
Sponsored Ads
Display Your Ads Here