নিজস্ব সংবাদদাতাঃ গুজরাটঃ গতকাল শিল্পপতি গৌতম আদানির মুন্দ্রা বন্দরে মাদকের পর তেজস্ক্রিয় পদার্থ উদ্ধার করা হয়েছে। গুজরাতের ওই বন্দরে একটি বিদেশী জাহাজ থেকে ওই তেজস্ক্রিয় পদার্থ বাজেয়াপ্ত করা হয়।
আদানি গোষ্ঠীর তরফ থেকে জানানো হয়েছে, “কেন্দ্রীয় শুল্ক (কাস্টমস) ও রাজস্ব গোয়েন্দা বিভাগের (ডিআরআই) যৌথ অভিযানে বিদেশী জাহাজের কন্টেনার থেকে বিপজ্জনক তেজস্ক্রিয় পদার্থ বাজেয়াপ্ত করা হয়েছে”। জানা যাচ্ছে এই জাহাজটি চিনের সাংহাই থেকে পাকিস্তানের করাচি বন্দরে যাচ্ছিল।
প্রসঙ্গত, গত সেপ্টেম্বর মাসে ওই বন্দরেই একটি জাহাজ থেকে দু’টি কন্টেনার বোঝাই প্রায় ৩,০০০ কিলোগ্রাম হেরোইন বাজেয়াপ্ত করার পাশাপাশি দুই জন ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়। যার বর্তমান বাজারমূল্য প্রায় ২০ হাজার কোটি টাকা।