নিজস্ব সংবাদদাতাঃ নয়া দিল্লিঃ ফের গতকাল ২০ বছর পর তালিবানরা আফগানিস্তানে ক্ষমতায় এসেছে। সদ্য প্রাক্তন আফগান প্রেসিডেন্ট আশরফ গনি দেশে ছেড়ে পালিয়ে গেছেন। তালিবান জঙ্গিরা আশরফ গনির প্রাসাদেও ঢুকে পড়েছে। গোটা দেশ জুড়ে চরম বিশৃঙ্খল পরিস্থিতি সৃষ্টি হয়েছে। আফগান নাগরিকরা চরম আশঙ্কায় দিন কাটাচ্ছেন।
তালিবানরা রাজধানী কাবুল দখল করার কয়েক ঘণ্টা পর থেকেই কাবুল বিমান বন্দর বন্ধ করা হয়েছে। আজ দুপুর সাড়ে ১২ টায় এয়ার ইন্ডিয়ার বিমান কাবুলের উদ্দেশ্যে রওনা হওয়ার কথা ছিল। কিন্তু সরকারী সংস্থা সেই উড়ান বন্ধ করতে বাধ্য হয়েছে।
Capt.Amarinder Singh
সংখ্যালঘুরা বরাবরই তালিবানদের হাতে নিগৃহীত হয়েছেন। এই পরিস্থিতিতে প্রায় ২০০ জন শিখ গুরুদ্বারে আটকে আছেন। সেই নিয়ে পাঞ্জাবের মুখ্যমন্ত্রী অমরিন্দর সিং চরম উদ্বেগ নিয়ে কেন্দ্রের দ্বারস্থ হয়েছেন।
কেন্দ্রের কাছে আর্জি জানিয়ে লিখেছেন, “আফগানিস্তানের গুরুদ্বারে আটক ২০০ শিখকে ভারতে ফিরিয়ে আনা হোক”।
পাশাপাশি বিদেশমন্ত্রী জয়শঙ্করকে উদ্দেশ্য করে টুইটারে লিখে জানিয়েছেন, “জয়শঙ্করের কাছে আর্জি জানাচ্ছি, আফগানিস্তান তালিবানদের দখলে যাওয়ার পর সেখানে গুরুদ্বারে আটক ২০০ শিখ সহ সমস্ত ভারতীয়দের দ্রুত দেশে ফেরানো হোক। আমার সরকার তাদের নিরাপদে দেশে ফেরানোর জন্য সমস্ত রকম সাহায্যে প্রস্তুত”।
এছাড়া তালিবানদের উত্থান নিয়ে অমরিন্দর সিং টুইটারে আশঙ্কা প্রকাশ করে জানিয়ে দিয়েছেন যে, “তালিবানদের উত্থান ভারত সীমান্তে শান্তি বিঘ্নিত হতে পারে। কারণ এটি ভারতের বিরুদ্ধে চীন-পাকিস্তানের হাত আরো মজবুত করবে। যা কখনোই ভালো লক্ষণ নয়। তাই ভারতকে সীমান্তে আরো নজরদারি বাড়ানো প্রয়োজন”।