স্নেহাশীষ মুখার্জিঃ নদীয়াঃ সন্ধ্যে সাড়ে ৮ টা নাগাদ নদীয়ার শান্তিপুর শহরে ১৭ নম্বর ওয়ার্ডের পোড়াডাঙ্গা পাড়ার দুই অধিবাসী উত্তম মন্ডল ও কানাই হরিজনকে পাশের রামেশ্বরের বাগান পাড়ার অনুপ হালদার ধারালো অস্ত্র দিয়ে কোপ মারে।
https://www.youtube.com/watch?v=gaxWOwahRMw
Sponsored Ads
Display Your Ads Hereএরইমধ্যে কানাই হালদারের মাথা ধারালো অস্ত্রের কোপে গুরুতর জখম হলে এলাকাবাসী শান্তিপুর স্টেট জেনারেল হাসপাতালে নিয়ে যায়। পরে শারীরিক পরিস্থিতির অবনতির কারণে কৃষ্ণনগর সদর হাসপাতালে স্থানান্তরিত করে।
Sponsored Ads
Display Your Ads Herehttps://www.youtube.com/watch?v=uKC1lr6QZRc
এলাকা সূত্রে জানা যায়, কয়েকদিন আগে মাদকাসক্ত মানসিক ভারসাম্যহীন এক যুবকের কথা অনুযায়ী সন্ধ্যের আগে আগে বিকাল সাড়ে ৪ টে নাগাদ রকি শেখ, বাপ্পা বিশ্বাস, সৌরভ বিশ্বাস এবং বিশু হালদার পোড়াডাঙ্গা পাড়ায় এসে বোমা মারে।
Sponsored Ads
Display Your Ads Here
https://www.youtube.com/watch?v=tb-3fpMxM-A
এলাকাবাসীরা এটি সেই ঘটনারই পুনরাবৃত্তি বলে মনে করছেন। অবশ্য এই ঘটনার খবর পেয়ে শান্তিপুর থানার পুলিশবাহিনী ঘটনাস্থলে এসে পৌঁছায়। এই ঘটনার জেরে এলাকায় চাঞ্চল্য রয়েছে।
যদিও পুলিশ এলাকায় টহলদারী করেছে। এলাকার সকলের দাবী, “এর আগেও ওই দুষ্কৃতীরা একাধিক অসামাজিক কাজের সঙ্গে যুক্ত ছিল। তাই এলাকায় শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে গেলে অবিলম্বে গ্রেপ্তার করা দরকার”।