পথ দুর্ঘটনার জেরে এলাকাজুড়ে বিক্ষোভ
দেবব্রত মন্ডলঃ বাঁকুড়াঃ বাঁকুড়ার গঙ্গাজলঘাঁটি থানার বেনাগাড়ি এলাকায় পথ দুর্ঘটনায় গুরুতর জখম হয়েছেন ১ জন। আহতের ক্ষতিপূরণ ও ঘাতক চালকের শাস্তির দাবীতে জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু হয়। এই ঘটনাকে কেন্দ্র করে এলাকাময় তুমুল উত্তেজনা ছড়াল। আহত ব্যাক্তির নাম দীপক ধীবর।
আহতের পরিবারকে উপযুক্ত ক্ষতিপূরণ এবং ঘাতক গাড়ির চালককে আটক করে উপযুক্ত শাস্তির দাবী জানিয়ে বেনাগাড়ি গ্রামের কাছে ৬০ নম্বর জাতীয় সড়ক অবরোধ করে এলাকার মানুষ বিক্ষোভ দেখান। পথ অবরোধের জেরে ব্যস্ত ৬০ নম্বর জাতীয় সড়কে যান চলাচল স্তব্ধ হয়ে যায়।
স্থানীয় সূত্রে জানা গেছে, বাঁকুড়ার গঙ্গাজলঘাঁটি থানার বেনাগাড়ি গ্রামের বাসিন্দা দীপক ধীবর স্থানীয় নন্দনপুর এলাকার বেসরকারী একটি কারখানায় শ্রমিকের কাজ করতেন। আজ দুপুরে নিজের গ্রাম থেকে ৬০ নম্বর জাতীয় সড়ক ধরে পায়ে হেঁটে কারখানার কাজে যোগ দিতে যাচ্ছিলেন। স্থানীয়দের দাবী ঠিক সেই সময় উল্টো দিক থেকে আসা একটি চারচাকা গাড়ি দীপক ধীবরকে ধাক্কা মেরে ঘটনাস্থল ছেড়ে পালিয়ে যায়। এই ঘটনার জেরে তিনি গুরুতর জখম হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে দুর্গাপুরের একটি বেসরকারী হাসপাতালে নিয়ে যান। আর এই দুর্ঘটনায় দীপক ধীবরের আহত হওয়ার সংবাদ গ্রামে এসে পৌঁছাতেই বেনাগাড়ি মোড়ের কাছে ৬০ নম্বর জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করেন স্থানীয় বাসিন্দারা।