নিজস্ব সংবাদদাতাঃ দুর্গাপুরঃ দুর্গাপুরের শোভাপুরের একটি বেসরকারী হাসপাতালে চিকিৎসার গাফিলতিতে ১ জন যুবকের মৃত্যুকে ঘিরে উত্তেজনা ছড়িয়ে পড়ে। মৃত যুবকের নাম নিরঞ্জন দেওয়াসি। বয়স ৩২ বছর। কাঁকসার গাংবিল এলাকার বাসিন্দা। পেশায় দুর্গাপুরের অঙ্গতপুরের একটি বেসরকারী ইস্পাত কারখানায় ঠিকাশ্রমিক ছিলেন। পরিবার সূত্রে জানা গেছে, নিরঞ্জনের কারখানায় কাজে গিয়ে বুকে ব্যথা হলে প্রথমে দুর্গাপুরের ইএসআই হাসপাতালে ভর্তি করা হলে গতকাল রাতেরবেলা অবস্থার অবনতির জন্য তাকে চিকিৎসকরা আরেকটি বেসরকারী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করেন।
আজ হাসপাতালে তরফ থেকে নিরঞ্জনের পরিবারকে জানানো হয় তার মৃত্যু হয়েছে। নিরঞ্জনের পরিবারের সদস্যদের অভিযোগ, “নিরঞ্জনকে হাসপাতালে দেখতে দেওয়া হয়নি। পরে কিছু সময়ের জন্য দেখতে দেওয়া হয়েছিল। তবে নিরঞ্জনের পরিবার সদস্যরা তাকে অন্যত্র নিয়ে যাওয়ার কথা বললে, হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছিল, “নিরঞ্জন সুস্থ হয়ে যাবে।” এদিন সকালবেলা পরিবারের কয়েকজন জোর করে নিরঞ্জনকে দেখতে গেলে দেখা যায়, ওই সময় নিরঞ্জনের মুখ দিয়ে রক্ত বেরোচ্ছিল, আর হাত-পা বাধা অবস্থায় ছিল। এরপর চিকিৎসকরা নিরঞ্জনকে মৃত ঘোষণা করেন।”
তারপরই তার পরিবারের সদস্যরা চিকিৎসার গাফিলতিতে মৃত্যুর অভিযোগ তুলে বিক্ষোভে ফেটে পড়েন। হাসপাতালের মূল প্রবেশদ্বার বন্ধ করে তুমুল বিক্ষোভ চালানো হয়। হাসপাতাল কর্তৃপক্ষের সাথেও বচসা হয়। পুলিশ খবর পেয়ে পরিস্থিতি আয়ত্তে আনতে হাসপাতালে এলে পুলিশকে ঘিরে বিক্ষোভ দেখানো হয়। আর মৃত্যুর সঠিক কারণ জানতে ও সেই সাথে যথাযথ বিচারের দাবীতে সোচ্চারও হন। কিন্তু হাসপাতাল কর্তৃপক্ষের তরফে এই ঘটনায় কোনোরকম প্রতিক্রিয়া পাওয়া যায়নি। আপাতত পুলিশ এই ঘটনার পুঙ্খানুপুঙ্খ তদন্ত শুরু করেছেন।