নিজস্ব স্নবাদ্দাতাঃ হুগলীঃ করোনা আবহের জেরে দীর্ঘ সময়ের প্রতীক্ষার পর পুরোনো নিয়ম মাফিক স্বাভাবিক ভাবে লোকাল ট্রেন চালু হতেই হুগলীর ইসলামপাড়া হল্ট স্টেশনে অবরোধ শুরু হয়।
দীর্ঘ লকডাউনের সময় রেল কর্তৃপক্ষ স্পেশাল ট্রেন চালাচ্ছিল। আর সেই ট্রেন ইসলামপাড়া হল্ট স্টেশনে দাঁড়াতো কিন্তু গতকাল থেকে লোকাল ট্রেন পরিষেবা স্বাভাবিক নিয়মে চালু হওয়ার পর থেকেই ইসলামপাড়া স্টেশনে কোনো ট্রেন দাঁড়াচ্ছে না।
Sponsored Ads
Display Your Ads Hereএর ফলে নিত্য যাত্রীরা চরম দুর্ভোগের মধ্যে পড়ছেন। এই কারণে যাত্রীদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়। আর এই ঘটনাকে কেন্দ্র করেই সপ্তাহের শুরুতেই আজ সকালবেলা ইসলামপাড়া হল্ট স্টেশনে ট্রেন যাত্রীরা রেল অবরোধ শুরু করেন।