বাপি রায়ঃ কলকাতাঃ বিজেপি যুব মোর্চার কর্মী অর্জুন চৌরাসিয়ার মৃতদেহ চিহ্নিত হওয়ার ৫ ঘণ্টা পর পুলিশ ব্যাপক বিক্ষোভ সামাল দিয়ে দেহ উদ্ধার করে আরজিকর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়।
অর্জুনের মৃত্যুর খবর পাওয়ার পরই উত্তর কলকাতা জেলা বিজেপির সভাপতি কল্যাণ চৌবে বিজেপি নেতা কর্মীদের কাশীপুরে আসার আহ্বান জানিয়েছিলেন। এরই মধ্যে কাশীপুর-বেলগাছিয়ার তৃণমূল বিধায়ক অতীন ঘোষ সহ এলাকার কাউন্সিলর সুমন সিংহ ঘটনাস্থলে আসলে ‘গো ব্যাক’ শ্লোগান ওঠে।
তাতে তৃণমূল কর্মীরাও পাল্টা বিজেপি কর্মীদের উদ্দেশ্যে শ্লোগান দিতে থাকেন। বিজেপির দাবী, “অমিত শাহ না আসা পর্যন্ত পুলিশকে মৃতদেহ ছুঁতে দেওয়া হবে না।” এতে দুই দলের কর্মী সমর্থকদের মধ্যে বিক্ষিপ্ত ভাবে হাতাহাতি শুরু হয়ে যায়। ফলে পরিস্থিতি আরো উত্তপ্ত হয়ে উঠলে পুলিশ লাঠি চালিয়ে সকলকে ছত্রভঙ্গ করেন।
ধীরে ধীরে উত্তেজিত পরিস্থিতি নিয়ন্ত্রণে এনে পুলিশের তরফ থেকে মৃতদেহ উদ্ধার করে আরজিকর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়।