চয়ন রায়ঃ কলকাতাঃ আজ বেলা ৩ টে নাগাদ কলকাতা বিমান বন্দরে প্রধানমন্ত্রী এসে পৌঁছান। সেখান থেকে তিনি হেলিকপ্টারে করে রেস কোর্সে আসেন। তারপর নেতাজি ভবনে পৌঁছে সেখানে নেতাজির স্মৃতি বিজড়িত সমস্ত জায়গা ঘুরে দেখেন। এরপরেই ন্যাশনাল লাইব্রেরিতে পৌঁছে যান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
প্রধানমন্ত্রী ন্যাশনাল লাইব্রেরিতে পৌঁছে নেতাজি মূর্তির পাদদেশে পুষ্প অর্পণ করেন। এরপর সেখানে লাইব্রেরির আর্ট গ্যালারি ও নানান প্রদর্শনী ঘুরে দেখেছেন। তাঁর সঙ্গে রাজ্যপাল জগদীপ ধনকড়ও আছেন।
এরপরেই এখানকার অনুষ্ঠান শেষে তিনি ভিক্টোরিয়া মেমোরিয়ালে পৌঁছেছেন। এখনে নেতাজির নামাঙ্কিত সেমিনারে অংশ নেবেন প্রধানমন্ত্রী। সেখানে ‘নির্ভীক সুভাষ’ নামে স্থায়ী একটি গ্যালারির উদ্বোধন করবেন। এর পাশাপাশি অন্যান্য বিপ্লবীদের নিয়ে ‘বিপ্লবী ভারত’ নামে আরেকটি গ্যালারিরও উদ্বোধন করবেন।
প্রধানমন্ত্রীর নিরাপত্তার দায়িত্বে থাকা এসপিজি এই রুট ঠিক করেছে। এরপর প্রধানমন্ত্রী রেস কোর্স থেকে রাতেই হেলিকপ্টারে বিমানবন্দরে ফিরে বিশেষ বিমানে করে দিল্লি ফিরে যাবেন।