অনুপ চট্টোপাধ্যায়ঃ কলকাতাঃ শনিবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ঝাড়খণ্ডের প্রচার কর্মসূচী সেরেই সরাসরি কলকাতায় চলে এলেন। সন্ধ্যাবেলা ৭টা ২৫ মিনিটে নরেন্দ্র মোদীর বিমান কলকাতা বিমানবন্দরে অবতরণ করে। এরপর তিনি সেখান থেকে রাজভবনে পৌঁছালেন। আর সেখানেই রাত্রিবাস করবেন।
লোকসভা নির্বাচনের দিনক্ষণ ঘোষণা হওয়ার পর নবম বারের জন্য নরেন্দ্র মোদী রাজ্যে প্রচারে এলেন। আগামী সোমবার দেশে চতুর্থ দফার নির্বাচন। এর আগের দিনই বাংলায় পর পর চারটি সভা করবেন। সকালবেলা ১১টা ৩০ মিনিট নাগাদ প্রথম সভাটি উত্তর চব্বিশ পরগণার ভাটপাড়ায় ব্যারাকপুর লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী অর্জুন সিংহের হয়ে করবেন। এরপর দুপুরবেলা দ্বিতীয় সভাটি চুঁচুড়ায় হুগলী লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী লকেট চট্টোপাধ্যায়ের সমর্থনে করবেন।
Sponsored Ads
Display Your Ads Here
Sponsored Ads
Display Your Ads Hereতারপর ২টো ৩০ মিনিট নাগাদ তৃতীয় সভাটি আরামবাগ লোকসভা কেন্দ্রের অন্তর্গত পুড়শুড়ায় বিজেপি প্রার্থী বিজেপি প্রার্থী অরূপকান্তি দিগরের সমর্থনে করবেন। আর বিকেলবেলা চতুর্থ সভাটি ৪টে নাগাদ হাওড়ার সাঁকরাইলের বিজেপি প্রার্থী রথীন চক্রবর্তীর সমর্থনে প্রচার করবেন। নরেন্দ্র মোদী যে চারটি কেন্দ্রের বিজেপি প্রার্থীদের সমর্থনে প্রচার করবেন, সেই চারটি কেন্দ্রেই আগামী ২০ শে মে ভোটগ্রহণ।