নিজস্ব সংবাদদাতাঃ গুজরাতঃ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মা হীরাবেন মোদীর মৃত্যুর খবর পেয়ে পূর্বপরিকল্পিত সব কর্মসূচী বাতিল করে আমদাবাদ পৌঁছান। এরপর কম্পমান হাতে মায়ের দেহ কাঁধে নিয়ে ভাইয়ের বাড়ির বাইরে বেরোতে দেখা যায়। দৃষ্টি নীচের দিকে স্থির। নরেন্দ্র মোদীর ভাইকেও মাকে কাঁধ দিতে দেখা যায়।
আর পাশে ও পিছনে পরিবার এবং আত্মীয়স্বজনদের দেখা যায়। তারপর হীরাবেন দেবীর দেহ একটি শববাহী গাড়িতে তুলে গান্ধীনগরের উদ্দেশ্যে রওনা হয়। খোদ প্রধানমন্ত্রীও সেই গাড়িতে উঠেছিলেন। এরপর সেখানে পৌঁছে হীরাবেন দেবীর মুখে মুখাগ্নি করে নরেন্দ্র মোদীর মায়ের শেষকৃত্য সম্পন্ন করেন।
প্রসঙ্গত, গত মঙ্গলবার আচমকা হীরাবেন দেবীর শরীর খারাপ হওয়ায় আমদাবাদের একটি হাসপাতালে ভর্তি করা হয়। সেদিন নরেন্দ্র মোদী হাসপাতালে গিয়ে হীরাবেন দেবীকে দেখেও আসেন। কিন্তু হাসপাতালের তরফে কি কারণে অসুস্থ ছিলেন তা জানানো হয়নি। আজ ভোরবেলা ৩ টে ৩০ মিনিট নাগাদ শেষ নিশ্বাস ত্যাগ করেন।
হীরাবেন দেবীর মৃত্যুতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ সহ দেশের বিভিন্ন রাজনৈতিক নেতারা শোকবার্তা প্রকাশ করেছেন। এমনকি পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও শোকবার্তা প্রকাশ করেছেন।