নিজস্ব সংবাদদাতাঃ নয়া দিল্লিঃ আজ ১ লা এপ্রিল থেকে শতাধিক ওষুধের দাম বাড়ছে। প্রত্যেক অর্থবর্ষেই কেন্দ্রীয় সরকার আগের বছরের ‘হোলসেল প্রাইস ইনডেক্স’-এর উপর ভিত্তি করে দাম পরিবর্তন করে। এবারও ‘ন্যাশনাল ফার্মাসিউটিক্যাল প্রাইসিংপ্রাইসিং অথরিটি’ নতুন দাম ধার্য করেছে। একসঙ্গে প্রায় ন’শোটি ওষুধের দাম বেড়েছে। এর মধ্যে নিত্য প্রয়োজনীয় একাধিক ওষুধও আছে।
এই ওষুধের তালিকার মধ্যে সংক্রমণ, ডায়াবেটিস, হার্টের সমস্যা সহ একাধিক রোগের ওষুধ রয়েছে। যার প্রায় ১.৭৪ শতাংশ করে মূল্যবৃদ্ধি হয়েছে। নতুন দামের তালিকা অনুযায়ী, এবার থেকে ‘অ্যাসিক্লোভির’-এর মতো অ্যান্টিভাইরাল ওষুধ প্রতি ২০০ মিলিগ্রাম ট্যাবলেটের দাম ৭ টাকা ৭৪ পয়সা ও ৪০০ মিলিগ্রাম ট্যাবলেটের দাম ১৩ টাকা ৯০ পয়সা হবে। আর অ্যান্টিবায়োটিক ‘অ্যাজিথ্রোমাইসিন’-এর ২৫০ মিলিগ্রামের প্রতিটি ট্যাবলেটের দাম ১১টাকা ৮৭ পয়সা এবং ৫০০ মিলিগ্রামের ট্যাবলেটের দাম ২৩ টাকা ৯৮ পয়সা হবে। পেনকিলারেরও দাম বাড়ছে। ২.০৯ টাকায় ‘ডিক্লোফেনাক’ বিক্রি হবে।
Sponsored Ads
Display Your Ads Here
এছাড়া অ্যানাস্থেশিয়া, অ্যান্টি অ্যালার্জি, নার্ভের ওষুধ, হার্টের সমস্যার ওষুধ সহ জ্বর, কান-নাক ও গলার চিকিৎসার ওষুধের দামও বাড়ছে। পাশাপাশি হার্টে বসানোর স্টেন্টেরও দাম বৃদ্ধি পেয়েছে। আর যে সংস্থাগুলি স্টেন্ট তৈরী করে, তারা ১.৭৪ শতাংশ দাম বাড়িয়ে বিক্রি করতে পারে বলে জানা গিয়েছে। নতুন দাম বেড়ে বেয়ার-মেটাল স্টেন্টের মূল্য ১০,৬৯২.৬৯ টাকা এবং বায়োডিগ্রেডেবল স্টেন্টের মূল্য ৩৮,৯৩৩.১৪ টাকা হবে।
Sponsored Ads
Display Your Ads Here