অনুপ চট্টোপাধ্যায়ঃ কলকাতাঃ আগামীকালই শেষ হচ্ছে বাঙালীর শ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজো। আর এই উৎসবের সমাপ্তি ঘটে প্রতিমা নিরঞ্জনের মধ্যে দিয়ে। তাই আজ নবমীর দিন থেকেই কলকাতা পুরসভা প্রতিমা নিরঞ্জনের প্রস্তুতি শুরু করে দিয়েছে। তাই জানানো হয়েছে আগামীকাল সকালবেলা থেকে কলকাতার ১৬ টি গঙ্গার ঘাটেই প্রতিমা নিরঞ্জনের প্রস্তুতি সেরে ফেলা হবে।
প্রতিটি ঘাটেই ক্রেন থাকবে। আর ঘাটে কলকাতা পুরসভার স্বেচ্ছাসেবক ও স্বাস্থ্য বিষয়ক প্রতিনিধি দল উপস্থিত থাকবে। বেলা বাড়ার সাথে সাথে মূলত বাড়ির প্রতিমাগুলিই বিসর্জন হবে বলে মনে করা হচ্ছে। তাই অনেক ক্ষেত্রেই চাপ কিছুটা কম থাকবে বলে আশা করা হচ্ছে। তবে এই গঙ্গা নিরঞ্জন প্রক্রিয়ায় যাতে কোনোভাবেই দূষিত না হয়, সেদিকেই নজর রাখা হয়েছে।
Sponsored Ads
Display Your Ads Here
তাই নির্দেশ দেওয়া হয়েছে দুর্গা প্রতিমাগুলি জলে পড়লেই কাঠামোগুলি ক্রেন দিয়ে তুলে নিতে হবে। এই প্রসঙ্গে কলকাতা পুরসভার এক আধিকারিকের কথায়, ‘‘বিসর্জনে দূষণ নিয়ন্ত্রণ একটি বড়ো বিষয়। কারণ প্রতিমার গায়ে থাকা রং এবং নানা সজ্জাদ্রব্য থেকে জল দূষণ হতে পারে। তাই আমাদের অনেক বেশী সজাগ থাকতে হবে। সেই মতো ক্রেন চালকদের নির্দেশও দেওয়া হবে।’’ এছাড়া গঙ্গায় ফুল, মালা, বেলপাতা সহ ইত্যাদি পুজোর কোনো সামগ্রীও ফেলা যাবে না বলে ইতিমধ্যে ঘাটগুলিতে নির্দেশিকা ঝুলিয়ে দেওয়া হয়েছে।
Sponsored Ads
Display Your Ads Here
কলকাতা পুরসভার তরফ থেকে বিসর্জনের প্রস্তুতির দায়িত্বে থাকা মেয়র পারিষদ (উদ্যান) দেবাশিস কুমার জানান, ‘‘অভিজ্ঞতা থেকেই বলতে পারি, বিজয়ার দিনে বেশীরভাগ বাড়ির ঠাকুর বিসর্জন হয়। কিছু কিছু ছোটো পুজোর প্রতিমাও বিসর্জন হয়। সব ঘাটেই আমাদের লোক থাকবে। দশমীতে ১০০০ থেকে ১২০০ প্রতিমা বিসর্জন হবে ধরেই প্রস্তুতি রাখছি।’’
Sponsored Ads
Display Your Ads Here