চয়ন রায়ঃ কলকাতাঃ বিধানসভা নির্বাচন হয়ে গেলেও এখনো রাজ্যের ১১৭ টি পুরসভায় ভোট বাকি রয়েছে।
নির্বাচন কমিশন রাজ্যে পুজোর আগেই এই সব পুরসভা ভোট করতে আগ্রহী। ভোটের কাজও করতে প্রস্তুত।
Sponsored Ads
Display Your Ads HereHTML / JS Code
কিন্তু একটাই চিন্তার বিষয়ে। অক্টোবর মাসে করোনার তৃতীয় ঢেউ আসার সম্ভাবনা রয়েছে। এর মধ্যে অক্টোবর থেকে নভেম্বর মাসের অর্ধেক সময় পর্যন্ত রাজ্যে উত্সব মরসুম চলবে। উত্সব মরসুমের আগেই রাজ্য সরকার ভোটের কাজ শেষ করতে চায়।
Sponsored Ads
Display Your Ads HereHTML / JS Code
কিন্তু বলা যায় করোনা পরিস্থিতির ওপরই সব কিছু নির্ভর করছে।
Sponsored Ads
Display Your Ads Here