নিজস্ব স্নবাদ্দাতাঃ পুরুলিয়াঃ দিনভর মেঘলা আকাশ ও মাঝের মধ্যে বিক্ষিপ্ত বা কয়েক পশলা বৃষ্টির কারণে আলু সহ নানা আনাজের ব্যাপক ক্ষতি হচ্ছে বলে আশঙ্কা করছেন চাষীরা। কিন্তু কৃষি দপ্তরের মতে যা বৃষ্টি হয়েছে তাতে আনাজ চাষে তেমন কোনো ক্ষয়-ক্ষতি হবে না।
কয়েকজন চাষীর কথায়, ‘‘মাটিতে থাকা আলু ও টোম্যাটো চাষে ক্ষতির সম্ভাবনা তৈরী হয়েছে। আবার অনেক সময় দেখা যাচ্ছে যে আলু এবং কপির পাতায় ছোপ ধরতে শুরু করছে। দ্রুত রোদ না উঠলে ফসলে রোগপোকার আক্রমণ বেড়ে যাবে। ফলনের ক্ষেত্রে সমস্যা সৃষ্টি হবে’’।
Sponsored Ads
Display Your Ads Here
অন্যদিকে আবার আগে থেকে যেসব চাষী জমিতে নালা কেটে রেখেছিলেন তাদের আনাজ চাষে ক্ষয়-ক্ষতির আশঙ্কা অনেকটাই কম। এতে বৃষ্টির জল নালা দিয়ে বয়ে যাবে ফলে জমিতে কোনো জল জমবে না।
Sponsored Ads
Display Your Ads Here
তবে কৃষি বিশেষজ্ঞেরা মেঘলা আবহাওয়া থাকলে চাষীদের ফসলের উপরে নজর রেখে প্রয়োজনে ছত্রাকনাশক দেওয়ার পরামর্শ দিচ্ছেন। কৃষি আধিকারিক সুশান্ত দত্ত বলেন, ‘‘বৃষ্টিতে চাষের ক্ষয়-ক্ষতি হয়েছে এমন তথ্য আপাতত ব্লকগুলি থেকে এখনও আসেনি’’।
Sponsored Ads
Display Your Ads Here