নিজস্ব সংবাদদাতাঃ পূর্ব মেদিনীপুরঃ পূর্ব মেদিনীপুর জেলার পটাশপুর থানার তুলসীচারা এলাকায় গতকাল রাতের অন্ধকারে বিজেপি কর্মী-সমর্থকদের বাড়িতে ভাঙচুর, বোমাবাজি ও লুটপাট চালিয়েছে কয়েক দল দুষ্কৃতী। দুষ্কৃতীদের আটকাতে গিয়ে শিশু, বৃদ্ধ সহ বাড়ির মহিলারা আক্রান্ত হয়েছেন।
এই ঘটনার পরই আজ সকাল থেকে আক্রান্ত মহিলারা সহ স্থানীয় বিজেপি কর্মীরা রাস্তায় নেমে বিক্ষোভ শুরু করে। বিজেপি কর্মীদের দাবী, তৃণমূল বহিরাগত দুষ্কৃতীদের নিয়ে এসে সমাজে সন্ত্রাস তৈরির চেষ্টা করছে।
কিন্তু অন্যদিকে তৃণমূল গোটা ঘটনার কথা অস্বীকার করে পাল্টা বিজেপির বিরুদ্ধেই অভিযোগ এনেছে।
Sponsored Ads
Display Your Ads Hereতবে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে এলাকায় বিশাল পুলিশবাহিনী মোতায়েন করা হয়েছে। এই ঘটনায় সমগ্র এলাকাজুড়ে এক আতঙ্কময় পরিবেশের সৃষ্টি হয়েছে।