নিজস্ব সংবাদদাতাঃ নদীয়াঃ এবার নদীয়ার কল্যানীতে দুই বৃহন্নলার মধ্যে প্রচণ্ড বচসা বাঁধে। যার জেরে গতকাল রাত প্রায় ১২ টা নাগাদ গয়েশপুর ১৮ নং ওয়ার্ডের বিধান পল্লীতে এক বৃহন্নলা বাড়িতে বোমা ফেলা হয়। এই ঘটনার পর সকালে বোমা মারার অভিযোগে কল্যানী থানার সামনে বৃহন্নলারা প্রচণ্ড বিক্ষোভ শুরু করে।
প্রসঙ্গত বলা যায়, এর আগেও এই দুই গোষ্ঠীর মধ্যে এলাকা দখল নিয়ে বিবাদের ঘটনা ঘটে। ইতিমধ্যেই কল্যানী থানার পুলিশ প্রশাসন এদের দু’পক্ষকেই ডেকে আলোচনায় বসেছে।
বৃহন্নলাদের বিক্ষোভের ফলে এলাকার যাতায়াত ব্যবস্থায় কিছুটা বিঘ্নও ঘটে।