নিজস্ব সংবাদদাতাঃ কোচবিহারঃ এবার সাইবার ক্রাইমের শিকার হলেন কোচবিহারের দিনহাটার তৃণমূল বিধায়ক উদয়ন গুহ। সাংবাদিক বৈঠকের মাধ্যমে তিনি জানান, “ভিডিও কলের মাধ্যমে তাঁর ছবি সংগ্রহ করে তা ব্লু ফিল্মে ব্যবহার করা হচ্ছে। এমনকি সেই ব্লু ফিল্মে তাঁকে ব্ল্যাকমেলিংয়ের জন্য ব্যবহার করা হবে বলে হুমকি ফোনও পাচ্ছেন তিনি”।
এছাড়াও তিনি জানান, “আমাকে হুমকি দিয়ে ফোনে বলা হয়েছে যে বিধায়ক তো দূরের কথা, এরপর আর আমি সরপঞ্চও হতে পারব না। এই ‘সরপঞ্চ’ কথাটা শুনে আমি বুঝলাম যে এরা বাংলার কেউ নয়। বাইরের কেউ এসব কাণ্ডে জড়িত ও এটা একটা বড় চক্র। টাকা না দিলে তাঁর ওই ছবি ছড়িয়ে দেওয়ার হুমকিও করা হয়েছে। আর অপরাধীরা ফোনে কথা বলছে না। ফেক অ্যাকাউন্ট ব্যবহার করছে”।
কিন্তু এই বিষয়ে উদয়নের আবেদন, ”এমন কোনও ছবি বা ভিডিও ছড়িয়ে পড়লে মানুষ যেন বিভ্রান্ত না হন”।
এই বিষয়ে তিনি কোচবিহার থানায় অভিযোগ দায়ের করেন। পুলিশ জানাচ্ছে, এক্ষেত্রে শুরুতে একটি ভিডিও কল আসে। যদি কেউ সেই ভিডিও কলটি রিসিভ করেন তাহলে সেই ব্যক্তির ছবি ভিডিও কলের রেকর্ডিং থেকে তুলে নিয়ে ব্লু ফ্লিমের ছবির সাথে ইম্পোজ করে তৈরি হয় পর্নো ভিডিও। তবে এই বিষয়ে ভিন রাজ্যের কেউ জড়িত রয়েছে কিনা তা সম্পূর্ণভাবে তদন্ত করে দেখছে দিনহাটা থানার পুলিশ।