দীপঙ্কর গোস্বামীঃ মালদাঃ উত্তর প্রদেশ ও বিহারের নদীতে দেহ ভেসে থাকার ছবি কার্যত তোলপাড় করেছে গোটা দেশকে।
নদীতে ভেসে থাকা দেহগুলি করোনা আক্রান্তের দেহ সেই সন্দেহে যখন আতঙ্ক ছড়াচ্ছে ঠিক সেইসময় এই মৃতদেহগুলি নদীপথে মানিকচকের গঙ্গায় প্রবেশের আশঙ্কা রয়েছে। আর সেদিকে লক্ষ রাখতে রাজ্য প্রশাসন তৎপর হয়েছে।
Sponsored Ads
Display Your Ads Herehttps://www.youtube.com/watch?v=_ECYu_ofIkA
আর রাজ্য প্রশাসনের নির্দেশ মতো বিহার-ঝাড়খন্ড সীমান্তবর্তী মানিকচকের গঙ্গা নদীতে পুলিশ কর্তারা নজরদারি চালাচ্ছে। বৃহস্পতিবার সকাল থেকেই মানিকচক থানার আইসি সঞ্জীব বিশ্বাসের নেতৃত্বে পুলিশের নজরদারি চালাচ্ছে গঙ্গা পথে।