ঝুলন্ত যুবকের দেহ উদ্ধারকে ঘিরে চলছে পুলিশী তদন্ত
নিজস্ব সংবাদদাতাঃ মালদাঃ মালদার হরিশ্চন্দ্রপুর দুই নম্বর ব্লকের করিয়ালি ফরেস্টে দাদুর বাড়ি বেড়াতে এসে এক যুবকের ঝুলন্ত দেহ উদ্ধারকে ঘিরে ব্যাপক উত্তেজনা সৃষ্টি হয়েছে। মৃত যুবক ৩০ বছর বয়সী আলী মোহাম্মদ।
জানা গিয়েছে, গত দুদিন আগে আলী হরিশ্চন্দ্রপুর দুই নম্বর ব্লকের বেগুনবাড়ি এলাকায় আত্মীয়র বাড়িতে বেড়াতে আসে। হঠাৎ করে গতকাল সন্ধ্যাবেলা থেকে ওই যুবকের কোনো খোঁজ পাওয়া যাচ্ছিল না। পরিবারের সদস্যরা বহু খোঁজাখুঁজির পর আজ আলীর ঝুলন্ত দেহ উদ্ধার হয়।
পরিবারের তরফ থেকে দাবী করা হয় যে, আলী আত্মহত্যা করেনি ওকে খুন করা হয়েছে। পুলিশকে ঘটনার সঠিক তদন্তের দাবী জানানো হয়েছে। ভালুকা ফাঁড়ির পুলিশ মৃতদেহ উদ্ধার করে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠিয়ে সমগ্র ঘটনাটির তদন্ত শুরু করেছে।