Indian Prime Time
True News only ....

ভেজাল সর্ষের তেল তৈরীর অভিযোগে পুলিশের জালে ৩ ধৃত

- sponsored -

- sponsored -

- Slide Ad -

নিজস্ব সংবাদদাতাঃ বর্ধমানঃ গোপ্ন সূত্রের ভিত্তিতে পুলিশ পূর্ব বর্ধমানের মেমারীর ছিনুই গ্রামের একটি কারখানায় অভিযান চালিয়ে ভেজাল সর্ষের তেল তৈরীর চক্রের তিন জন পাণ্ডাকে গ্রেপ্তার করেছে। আর ৫২ টি ভেজাল সর্ষের তেল ভর্তি টিনের ড্রাম ও রাসায়নিক সহ রাইস অয়েলের একটি ট্যাঙ্কও উদ্ধার করা হয়েছে।

পুলিশ সূত্রে জানা যায়, এই রাইস অয়েলে কাঠ পালিশের জন্য ব্যবহৃত রং মেশানো হত। এ ছাড়া সর্ষের তেলের ঝাঁজ আনার জন্য রাসায়নিকও মেশানো হত। টিনের ড্রামে বিভিন্ন নামী সংস্থার লেবেল লাগিয়ে ওই ভেজাল সর্ষের তেল দোকানে বিক্রি পর্যন্ত করা হত।

- Sponsored -

- Sponsored -

- Sponsored -

- Sponsored -

ধৃত্রা হলো ছিনুইয়ের বাসিন্দা অসীম মিত্র এবং গোবিন্দ সরকার। ও হাওড়ার বালির বাসিন্দা পঙ্কজ সিংহ। যিনি ট্যাঙ্কারটির চালক। গতকাল অসীম, পঙ্কজ এবং গোবিন্দকে বর্ধমান আদালতে তোলা হয়। বিচারক ধৃতদের ৫ ই জানুয়ারী অবধি পুলিশী হেফাজতে রাখার নির্দেশ দিয়েছেন।

জেলার অতিরিক্ত পুলিশ সুপার কল্যাণ সিংহ রায় বলেন, “বাজেয়াপ্ত হওয়া সামগ্রী পরীক্ষা করতে পাঠানো হবে। এই ভেজাল সর্ষের তেল তৈরী চক্রে কারা জড়িত রয়েছে? এই চক্রের জাল ঠিক কত দূর বিস্তৃত রয়েছে তা খতিয়ে দেখা হবে। পাশাপাশি গুদাম মালিকের খোঁজে তল্লাশি শুরু হয়েছে’’।

- Sponsored -

- Sponsored -

Get real time updates directly on you device, subscribe now.

- Sponsored -

- Sponsored -

- Sponsored