নিজস্ব সংবাদদাতাঃ পুরুলিয়াঃ এবার পুরুলিয়ায় বেআইনী কয়লা ধরতে লাগাতার পুলিশী অভিযান শুরু হয়েছে। এই অভিযানে অন্তত ৪০ টি কয়লা বোঝাই ট্রাককে আটক করা হয়েছে। আর কয়েক হাজার টন বেআইনী কয়লা বাজেয়াপ্ত করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, বেআইনী কারবার আটকাতে কয়লা বোঝাই ট্রাক দেখলেই কাগজপত্র খতিয়ে দেখা হচ্ছে। আর সঠিক কাগজপত্র না থাকলে সেই ট্রাকগুলোকে জেলার সীমানা থেকেই ফিরিয়ে দেওয়া হচ্ছে। গত এক মাসেরও কম সময়ে অভিযান চালিয়ে জেলার বিভিন্ন থানা এলাকায় বেআইনী কয়লা বোঝাই কমপক্ষে ৪০ টি গাড়ি আটক করা হয়েছে।
Sponsored Ads
Display Your Ads Here
একই সাথে অন্ততপক্ষে প্রায় তিন হাজার মেট্রিক টন বেআইনী কয়লা বাজেয়াপ্ত করা হয়েছে। এই ঘটনায় ট্রাক চালক ও কয়লা পাচারকারীদের বিরুদ্ধে নির্দিষ্ট ধারায় মামলা রুজু করা হয়েছে।
Sponsored Ads
Display Your Ads Here
জেলার পুলিশ সুপার অভিজিৎ বন্দ্যোপাধ্যায় জানান, ‘‘গত বেশ কয়েক দিন ধরেই ঝাড়খণ্ড থেকে অবৈধ ভাবে কয়লা বোঝাই লরি জেলায় ঢোকার চেষ্টা চালাচ্ছিল। খবর আসতেই ঝাড়খণ্ড-বাংলা সীমানার নাকা পয়েন্টে কয়লা বোঝাই ট্রাকগুলির কাগজপত্র খতিয়ে দেখা শুরু করি।
Sponsored Ads
Display Your Ads Here
তাতে দেখা যায় বহু ট্রাকের কাগজপত্র অবৈধ। বর্তমানে সেই সব অবৈধ কয়লা বোঝাই ট্রাক জেলায় প্রবেশ করতে দেওয়া হচ্ছে না। আগামী দিনেও এই একই ভাবে অভিযান চালানো হবে। জেলা থেকে অবৈধ কয়লার কারবার সম্পূর্ণ বন্ধ করে দেওয়াই পুলিশের একমাত্র লক্ষ্য।’’