নিজস্ব সংবাদদাতাঃ শিলিগুড়িঃ গতকাল রাতেরবেলা শিলিগুড়ির ৩১ নম্বর ওয়ার্ডের শীতলা পাড়া এলাকায় এক জন মাদক কারবারিকে ধরে গণধোলাই করলেন স্থানীয় বাসিন্দারা। এই ঘটনায় এলাকাময় চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, দীর্ঘদিন থেকে শীতলা পাড়ার বাসিন্দা সাধন নামে এক জন ব্যক্তি মাদক বিক্রি করতেন। সাধনের বিরুদ্ধে অভিযোগ থাকলেও তাকে কোনো ভাবেই হাতে নাতে ধরা সম্ভব হচ্ছিল না। এতে প্রতিদিনই এলাকায় মাদকের জন্য বহিরাগতদের আড্ডা বেড়েই চলছিল।
আর গতকাল রাতেরবেলা এলাকার বাসিন্দারা সুযোগ বুঝে মাদক বিক্রি করার সময় ক্রেতা ও বিক্রেতাকে হাতে নাতে ধরে ফেলে গণপ্রহার দেন। এন জে পি থানার পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে এসে সাধনকে আটক করার পাশাপাশি সাধনের বাড়ি থেকে নেশার সামগ্রী উদ্ধার করেন।
এলাকার বাসিন্দা সবিতা রায় জানান, “সাধনের মাদক বিক্রির ফলে এলাকার পরিবেশ নষ্ট হচ্ছিল। তাই সুষ্ট পরিবেশ ফিরিয়ে আনার জন্য এলাকার বাসিন্দারা এই পদক্ষেপ গ্রহণ করেন। এছাড়া সাধনের পাশাপাশি শঙ্কর নামে অপর এক জন ব্যক্তি মাদক বিক্রির মূল পান্ডা। ফলে ওই শঙ্করকেও এলাকা থেকে গ্রেফতার করার জন্য পুলিশকে জানানো হয়েছে।