নিজস্ব সংবাদদাতাঃ শিলিগুড়িঃ আজ শিলিগুড়ির নকশালবাড়ির খালবস্তি এলাকা থেকে নকশালবাড়ি থানার পুলিশ মাদক সহ এক দম্পতিকে গ্রেপ্তার করলো। অভিযুক্তদেরদের নাম মহম্মদ আলম ও সাইরা বানু।
পুলিশ সূত্রে জানা গেছে, পুলিশ ওই দম্পতির কাছ থেকে ৫৫ গ্রাম কোকেন, ৫১২ গ্রাম ব্রাউন সুগার এবং নগদ ১ লক্ষ টাকা উদ্ধার করেছে। অনেকদিন ধরেই ওই দম্পতি মাদক কারবার চালিয়ে যাচ্ছিল বলে অভিযোগ উঠছে। এদিন ধৃতদের শিলিগুড়ি আদালতে তোলা হয়েছে।