নিজস্ব সংবাদদাতাঃ মালদাঃ মালদা রেল পুলিশের তৎপরতায় এবার পাচার হওয়ার আগেই হাজার খানেক খাঁচাবন্দী টিয়া সমেত এক পাচারকারীকে গ্রেপ্তার করা হলো।
রেল পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সূত্রে খবর পেয়ে গতকাল রাতে ওই পাচারকারীকে কলকাতাগামী ডাউন যোগবানি এক্সপ্রেসের স্লিপার কোচের আট নম্বর কামরা থেকে হাজার খানেক খাঁচাবন্দী টিয়া সমেত গ্রেপ্তার করা হয়। ধৃত যুবকের নাম শেখ শহীদ। শেখ শহীদ কাটিহার থেকে যোগবানি এক্সপ্রেসে ওঠে। তার টিকিট বর্ধমান স্টেশন অবধি সংরক্ষিত ছিল।
কিন্তু পাখিগুলি কোথা থেকে কোথায় নিয়ে যাওয়া হচ্ছিল তা এখনো পর্যন্ত জানা যায়নি। শেখ শহীদের কাছ থেকে বিভিন্ন প্রজাতির প্রায় ১ হাজার টিয়াপাখি ও একটি বিরল প্রজাতির ময়না বাজেয়াপ্ত করা হয়েছে। পাখি সমেত ধৃত শেখ শহীদকে মালদা ফরেস্ট রেঞ্জ অফিসারের হাতে তুলে দেওয়া হয়েছে।