নিজস্ব সংবাদদাতাঃ মুর্শিদাবাদঃ গতকাল গোপন সূত্রের ভিত্তিতে মুর্শিদাবাদের লালগোলা থানার পুলিশ অভিযান চালিয়ে তিন পাচারকারী সহ ১ কেজি ৮০০ গ্রাম হেরোইন উদ্ধার করেছে। এই হেরোইনের বর্তমান বাজারমূল্য এক কোটি টাকারও বেশী।
ওই তিন জন পাচারকারীকে আমতলা এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। আজ ওই তিন জন পাচারকারীকে আদালতে তোলা হবে। ওই তিন জন পাচারকারী হলেন নদীয়ার বাসিন্দা ২৫ বছর বয়সী রিপন শেখ ও মুর্শিদাবাদের লালগোলা থানা এলাকার বাসিন্দা ২৭ বছর বয়সী রবিউল ইসলাম এবং ২৮ বছর বয়সী আবুল হাসান।
Sponsored Ads
Display Your Ads Here
ইতিমধ্যেই মুর্শিদাবাদ জেলার পুলিশ মাদকের বিরুদ্ধে অভিযান চালিয়ে সফলতা অর্জন করেছে। চলতি বছর জানুয়ারী মাস থেকে এখনো অবধি মুর্শিদাবাদের বিভিন্ন প্রান্তে হানা দিয়ে প্রায় সাড়ে ১৫ কেজি হেরোইন উদ্ধার করা হয়েছে। মোট ৩৫ টি মামলা দায়েরের পাশাপাশি পাচারের সঙ্গে জড়িত সন্দেহে মোট ৬০ জনকে গ্রেফতারও করা হয়েছে।
Sponsored Ads
Display Your Ads Here