অনুপ চট্টোপাধ্যায়ঃ কলকাতাঃ সরকারী চাকরী দেওয়ার নাম করে কয়েক কোটি টাকা প্রতারণা করার অভিযোগে হাওড়া সিটি পুলিশের হাতে নেতাজিনগর থানা এলাকা থেকে গ্রেফতার শুভাশিস দে ও মিতা বন্দ্যোপাধ্যায় নামে দুই জন অভিযুক্ত।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, শুভাশিসের বাড়ি উলুবেড়িয়ার রাজাপুর এলাকায়। প্রায় চার বছর আগে ওই এলাকার বাসিন্দা গৌরাঙ্গ গায়েনকে সে আশ্বাস দিয়েছিল যে, টাকা দিলে সরকারী কোনো বিভাগে চাকরী পাওয়া যাবে। এরপর এলাকার বাসিন্দা শাশ্বতর সাথে গৌরাঙ্গের যোগাযোগ করিয়ে দেয়।
Sponsored Ads
Display Your Ads Here
তারপর ব্যাঁটরার কদমতলার একটি রেস্তোরাঁয় শাশ্বতের সাথে দেখা করে দু’লক্ষ টাকা তুলেও দেন। কিন্তু গত চার বছরে চাকরীও হয়নি আর টাকা চেয়েও ফেরত পাননি। এরপরেই সে হাওড়া আদালত মারফত পুলিশের কাছে একটি অভিযোগ দায়ের করেন। ব্যাঁটরা থানার পুলিশ সেই অভিযোগের ভিত্তিতেই প্রতারণার মামলা রুজু করে তদন্ত শুরু করেন।
Sponsored Ads
Display Your Ads Here
পুলিশ তদন্তে নেমে জানতে পারেন, কিছু দিন আগে শাশ্বত মারা গিয়েছে। এদিকে গৌরাঙ্গের পাশাপাশি আরো যারা সরকারী চাকরী পাওয়ার ফাঁদে পা দিয়ে টাকা দিয়েছিলেন, তারা শুভাশিসের বাড়িতে চড়াও হয়ে গোলমাল শুরু করেন। শেষে গৌরাঙ্গের অভিযোগের ভিত্তিতে শাশ্বতের স্ত্রী মিতা এবং শুভাশিসকে গ্রেফতার করে জিজ্ঞাসাবাদ চলছে।
Sponsored Ads
Display Your Ads Here
এদিন অভিযুক্তদের হাওড়া আদালতে তোলা হলে বিচারক পাঁচ দিনের পুলিশী হেফাজতে রাখার নির্দেশ দিয়েছেন। আপাতত মিতা ও শুভাশিসের ব্যাংক অ্যাকাউন্ট খতিয়ে দেখা গিয়েছে যে গত কয়েক বছরে কয়েক কোটি টাকার লেনদেন হয়েছে। আর এই প্রতারণা চক্রের জাল বহু দূর অবধি বিস্তৃত বলে মনে করা হচ্ছে।