নিজস্ব সংবাদদাতাঃ পুরুলিয়াঃ পুরুলিয়ায় সাদা পোশাকের পুলিশ সেজে নাকা চেকিং করার সময় যাত্রীদের গহনা হাতসাফাই করার অভিযোগে হোটেল থেকে গ্রেফতার দু’জন। ধৃতরা মধ্যপ্রদেশের বাসিন্দা আলি রেজা ও তনবির হোসেন।
পুলিশ সূত্রে জানা গেছে, দুষ্কৃতীদের এই দলটি বাঁকুড়া, বোকারো, দুর্গাপুর ও জামশেদপুরে একই কায়দায় ছিনতাই করেছে। আলি এবং তনবির শহরে ঢোকার অনেকটা আগে বিভিন্ন রাস্তার ধারে মোটরবাইক দাঁড় করিয়ে রেখে নিজেদের পুলিশ দাবী করে গাড়ি থামিয়ে নাকা চেকিং করতেন।
Sponsored Ads
Display Your Ads Here
এমনকি যাত্রীদের গায়ে গহনা থাকলে তারা তা খুলে রাখতে সতর্ক করতেন। এরপর নিজেরা একটি প্যাকেট বের করে তাতে গহনা ভরে দিতে বলতেন। আর যাত্রীরা গহনা ভরে দিলে তাদের সঙ্গে কথা বলার মাঝে প্যাকেট বদলে নকল গয়নার প্যাকেট তাদের ব্যাগে ঢুকিয়ে দিতেন।
Sponsored Ads
Display Your Ads Here
পুলিশ অভিযোগ পেয়ে তদন্তে নেমে শহরের বিভিন্ন হোটেলে খোঁজ শুরু করলে অবশেষে একটি হোটেলে আলি ও তনবিরকে পেয়ে জিজ্ঞাসাবাদ করার পরে থানায় এনে গ্রেফতার করা হয়। এদিন আলি এবং তনবিরকে আদালতে তোলা হয়। পুলিশের দাবী, ‘‘তাদের কাছে জাল টাকা পাওয়া গিয়েছে।’’
Sponsored Ads
Display Your Ads Here
পাশাপাশি জেরা করে জানা যায় যে, জামশেদপুরে একই ভাবে তিন জন হাতসাফাই চালাচ্ছেন। এরপর সেখানকার পুলিশকে খবর দিলে তিন জন ধরা পড়ে। তারা পুণে ও মধ্যপ্রদেশের বাসিন্দা। তাদের ট্রানজিট রিমান্ডে পুরুলিয়ায় এনে জিজ্ঞাসাবাদ করা হবে।