নিজস্ব সংবাদদাতাঃ হাওড়াঃ হাওড়া ব্রিজের রেলিং টপকে গঙ্গায় ঝাঁপ দেওয়ার চেষ্টা করতে গিয়ে পুলিশের হাতে এক জন যুবক আটক হয়েছে। পুলিশী জিজ্ঞাসাবাদের মুখে এখনো ওই যুবক একটি শব্দও বলেননি। ফলে বিষয়টি নিয়ে ধন্দ তৈরী হয়েছে।
পুলিশ সূত্রে খবর, হাওড়া ব্রিজ থেকে যাতে কেউ নদীতে ঝাঁপ দিতে না পারেন, সে জন্য লোহার রেলিংয়ের উপর কাঁটাতার দিয়ে ঘেরা রয়েছে। কিন্তু এদিন আচমকাই ওই যুবক ব্রিজের ছয় নম্বর স্তম্ভের কাছে কাঁটাতার পেরিয়ে রেলিং ধরে নীচে থাকা নদীর দিকে ঝুলতে থাকেন। পুলিশকর্মীরা দেখতে পেয়ে ছুটে এসে তাকে রেলিংয়ের অন্য দিক থেকে জাপটে ধরেন। আর দমকল বিভাগকে খবর দেন। তবে ওই যুবক পুলিশের হাত ছাড়ানোর জন্য ছটফট করতে থাকেন। আর পুলিশ ওই যুবককে রেলিং থেকে তোলার চেষ্টা করে।
Sponsored Ads
Display Your Ads Here
কিন্তু তাকে রেলিংয়ের অন্য প্রান্তে আনা যায়নি। ততক্ষণে দমকল কর্মীরা চলে এসে ওই যুবককে শক্ত দড়ি দিয়ে রেলিংয়ের সাথেই আষ্টেপৃষ্ঠে বেঁধে ফেলেন। যাতে কোনো ভাবেই নদীতে ঝাঁপ দিতে না পারেন। এরপর বেশ কিছুক্ষণের চেষ্টায় ওই যুবককে নিরাপদে রেলিংয়ের এই প্রান্তে আনা সম্ভব হয়েছে। তারপর তাকে হাসপাতালে ভর্তি করানো হয়েছে। প্রাথমিক ভাবে পুলিশের ধারণা, ওই যুবক মানসিক ভারসাম্যহীন। তাই রেলিং ধরে ঝুলতে ঝুলতেও নিজেকে বাঁচানোর কোনো চেষ্টাই করেনি।
Sponsored Ads
Display Your Ads Here