নিজস্ব সংবাদদাতাঃ মুর্শিদাবাদঃ গতকাল রাতেরবেলা মুর্শিদাবাদের লালগোলা থানার কৃষ্ণপুর রেল স্টেশন সংলগ্ন এলাকা থেকে দশ লক্ষ টাকার মাদক সহ ১ জন যুবক গ্রেফতার হয়েছে। আর ওই যুবকের কাছ থেকে প্রচুর পরিমাণে হেরোইন উদ্ধার করা হয়েছে। মৃত যুবকের নাম হুমায়ুন শেখ। বাড়ি লালগোলার হাসনাবাদ এলাকায়।
জানা যায়, গোপন সূত্রে ভগবানগোলা থানার পুলিশ খবর পেয়ে আগে থেকেই এলাকায় ওঁত পেতে ছিল। তখনই পুলিশ দুই সন্দেহভাজন মোটরবাইক আরোহীকে দেখেই আটক করে। পুলিশ দেখেই বাইকের আরোহী হুমায়ুন পালাতে গেলে ধাওয়া করে গ্রেফতার করা হয়। এরপর তার কাছ থেকে চারশো গ্রাম হেরোইন উদ্ধার করা হয়। যার বাজার মূল্য দশ লক্ষ টাকা। আজ হুমায়ুনকে আদালতে পেশ করা হয়েছে।
ইতিমধ্যে পুলিশ হুমায়ুনের বিরুদ্ধে মাদক আইনে মামলা রুজু করে এই ঘটনার তদন্ত শুরু করেছে। এছাড়া অভিযুক্তকে জিজ্ঞাসাবাদ করে জানতে পেরেছে যে, ওই মাদক বাবু শেখ নামে স্থানীয় এক জন ব্যক্তিকে হস্তান্তর করতে যাচ্ছিল। পাশাপাশি এই মাদক পাচার চক্রের সাথে আর কেউ জড়িত রয়েছে কিনা, তাও খতিয়ে দেখা হচ্ছে।