চয়ন রায়ঃ কলকাতাঃ কলকাতা হাইকোর্টের নির্দেশ অনুসারে কালীপুজোতে বাজিতে নিষেধাজ্ঞা জারি করার পর এবার শহরের বুকে যাতে ডিজের শব্দও মানুষকে অতিষ্ঠ করে না তোলে তা নিশ্চিত করতে যথেষ্ট উদ্যোগী হয়েছে কলকাতা পুলিশ।
লালবাজার সূত্রে জানা গিয়েছে, কালী প্রতিমার বিসর্জনের শোভাযাত্রায় ডিজে বা মাইক যাতে না বাজে এর জন্য থানাগুলিকে ব্যবস্থা নিতে নির্দেশ দেওয়া হয়েছে। ওসিদের পাশাপাশি ডিভিশনাল ওসিদেরও এই বিষয়ে তৎপর হতে নির্দেশ দেওয়া হয়েছে।
ওসিদের বলা হয়েছে, “এলাকার কালীপুজো কমিটিগুলির সাথে এই বিষয়ে কথা বলতে হবে। ডিজে ব্যবহার করা যে উচিত নয় সেই বিষয়ে বোঝাতে হবে”।
পুলিশ জানিয়েছে, পুজো কমিটির পাশাপাশি যে সমস্ত ব্যবসায়ী ডিজে ভাড়া দেন তাদের সাথেও পুলিশ আধিকারিকদের বৈঠক করতে বলা হয়েছে। যাতে কালীপুজোর সময় ওই ব্যবসায়ীরা কাউকেই ডিজে ভাড়া না দেন। আর ডিজে ভাড়া দিলে তা বাজেয়াপ্ত করে নেওয়া হবে।