নিজস্ব সংবাদদাতাঃ জম্মুঃ পূরণ হলো দীর্ঘ দিনের স্বপ্ন। হিমালয়ের দুর্গম পীর পঞ্জাল পর্বতশ্রেণী ভেদ করে তৈরী হওয়া দেশের দীর্ঘতম রেলপথ-সুড়ঙ্গের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আজ ভার্চুয়ালি পতাকা নাড়িয়ে শ্রীনগর-উধমপুর-বারামুলা রেল লিঙ্ক প্রকল্পের উদ্বোধন করলেন।
রেলের তরফে এক বলা হয়েছে, ‘‘প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জম্মুতে উপস্থিত থাকাকালীন দু’টি বিদ্যুৎচালিত ট্রেনকে একযোগে ‘ফ্ল্যাগ অফ’ (পতাকা নাড়িয়ে যাত্রার উদ্বোধন) করেছেন। একটি শ্রীনগর থেকে সাঙ্গলদান অবধি নীচের দিকে ও অন্যটি সাঙ্গলদান থেকে শ্রীনগর পর্যন্ত উপরের দিক থেকে। পাশাপাশি ৪৮.১ কিলোমিটার দীর্ঘ বানিহাল-খারি-সাম্বার-সাঙ্গলদান অংশেরও উদ্বোধন করেন।’’ এটি দেশের দীর্ঘতম রেল-সুড়ঙ্গ। যা ১২.৭৭ কিলোমিটার দীর্ঘ। টি-৫০ নামে পরিচিত এই রেল-সুড়ঙ্গ খারি-সাম্বার অংশের মধ্যে পড়ে।
Sponsored Ads
Display Your Ads Here
প্রসঙ্গত, ২০০২ সালে জাতীয় প্রকল্পের মর্যাদা পাওয়া এই প্রকল্পের দৈর্ঘ্য মোট ২৭২ কিলোমিটার। এর মধ্যে ২০০৫ সালে ইউপিএ জমানায় উত্তরে কাজীগুন্ড থেকে শ্রীনগর হয়ে বারামুলা পর্যন্ত ১৩৬ কিলোমিটার এবং দক্ষিণে জম্মু থেকে কাটরার মধ্যে ২৫ কিলোমিটার পথে নির্মাণকাজ শুরু হয়েছিল। ধাপে ধাপে সম্পূর্ণ হয়। ওই অংশে রেল পরিষেবা আগেই খুলে দেওয়া হয়েছে।
Sponsored Ads
Display Your Ads Here
কিন্তু এতদিন ভৌগোলিক প্রতিকূলতার কারণে কাটরা থেকে বানিহাল পর্যন্ত ১১১ কিলোমিটার রেললাইনের নির্মাণকাজ সম্পূর্ণ করা যায়নি। ওই পথের মধ্যে ৭২ কিলোমিটার সুড়ঙ্গ দিয়ে এবং ১২ কিলোমিটার সেতুর উপর দিয়ে গিয়েছে। যা মোট অংশের প্রায় ৯২ শতাংশ।
Sponsored Ads
Display Your Ads Here