অনুপ চট্টোপাধ্যায়ঃ কলকাতাঃ আগামীকাল অর্থাত্ মঙ্গলবার পেট্রোলিয়াম ডিলার্স অ্যাসোসিয়েশনের তরফ থেকে বাংলা জুড়ে প্রায় ২৪০০ টি পেট্রোল পাম্প বনধের ডাক দেওয়া হয়েছে। শুধুমাত্র স্বাস্থ্য পরিষেবা জাতীয় সব জরুরী ক্ষেত্রে পেট্রোল-ডিজেল পাওয়া যাবে।
আগামীকাল সকাল ৬ টা থেকে পেট্রোলিয়াম ডিলার্স অ্যাসোসিয়েশন তিন দফা দাবী নিয়ে এই বনধের ডাক দিয়েছে। এর মধ্যে উল্লেখযোগ্য হলো ক্রেতার সংখ্যা কমে যাওয়া। কারণ পেট্রোল-ডিজেলের অস্বাভাবিক মূল্যবৃদ্ধির জেরে বিক্রি কমেছে। তাই পাম্প মালিকরা সমস্যায় পড়ছেন।
Sponsored Ads
Display Your Ads Here
এছাড়াও পেট্রোলে ১০ শতাংশ ইথানল মেশানো নিয়ে মানুষের মধ্যে সচেতনতা বাড়ানোর দাবী জানানো হয়েছে। এর পাশাপাশি কমিশন বৃদ্ধির দাবীও জানানো হয়েছে।
Sponsored Ads
Display Your Ads Here
অবশ্য এই মাসের শুরুতেই মৌড়িগ্রামে ট্যাঙ্কার ধর্মঘটের জেরে শহরের বহু পেট্রোল পাম্প জ্বালানি শূন্য হয়ে গিয়েছিল। খরচ অস্বাভাবিক হারে কমিয়ে দেওয়ায় সংগঠন প্রতিবাদে সরব হয়। যদিও পরে আলোচনার মাধ্যমে পরিস্থিতির সমাধান ঘটে।
Sponsored Ads
Display Your Ads Here