মিনাক্ষী দাসঃ ঘর সাজাতে কেই বা চায় না কিন্তু এই সময়ে আমাদের অনেক কিছুর যত্ন নিতে হয়। প্রায়ই দেখা যায় যে অনেক সময় আমরা এমন গাছপালা বাড়িতে নিয়ে আসি যেগুলি সম্পর্কে আমরা কিছুই জানি না।
গাছগুলি শুধু ঘরের সৌন্দর্য বাড়ায় তা নয় এমন অনেক গাছপালা আছে যা মানুষের জীবনের জন্য খুবই বিপজ্জনক। এই গাছগুলি মানুষের জীবনে মারাত্মক হতে পারে।
আর এই প্রাণঘাতী উদ্ভিদের মধ্যে অন্যতম একটি হলো ডাম্ব ক্যান (ডাম্ব বেত বা ডাইফেনবাচিয়া)। এটি বিজ্ঞানে প্রমাণিত যে এটি একটি অত্যন্ত বিষাক্ত উদ্ভিদ। এই গাছের দুধ শরীরে লাগালে ত্বকে চুলকানি হয়।
ডাম্ব ক্যানের বিষ এতো শক্তিশালী যে ছোটো বাচ্চারা মুহূর্তের মধ্যে মারা যেতে পারে। এছাড়া প্রাপ্তবয়স্করা ১৫ মিনিটের মধ্যে তাদের জীবন হারাতে পারে। যদি কেউ এই গাছটিকে স্পর্শ করে ও একই হাত দিয়ে চোখ স্পর্শ করে তাহলে চিরতরে দৃষ্টিশক্তিও হারিয়ে যেতে পারে।